উইমেন চ্যাপ্টার: বার্সেলোনার মিড ফিল্ডার ফাব্রিগাজকে ঠিকমতো ধরতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড এর ম্যানেজার ডেভিড ময়েস।
দু’দুবার দাম নিয়ে দর কষাকষির পরও তাকে দলে ভেড়াতে পারছেন না। কিন্তু হালও ছাড়ছেন না। ফাব্রিগাজ ছাড়াও এই গ্রীষ্মেই তার দলে আরও কিছু লোকবল যোগ করতে পারবেন বলে বেশ আশাবাদী তিনি। তবে ফাব্রিগাজের জন্য তিনি তৃতীয়বারের মতো দর কষাকষি করবেন কিনা, সেই সিদ্ধান্ত এখনও নেননি।
এর আগে দুবারই ২৬ বছর বয়সী ফাব্রিগাজ ফিরিয়ে দিয়েছেন ম্যানইউকে। বলেছেন, তিনি বিক্রির জন্য নন।
ময়েস বলেন, ‘আমি এখনই বলতে পারছি না যে, ফাব্রিগাজের জন্য আবারও দর কষাকষি করবো। তবে তাকে পেতে আবারও হয়তো পদক্ষেপ নেবো।
এবছর ম্যান ইউ দলে কেবল যোগ হয়েছেন উরুগুয়ের গিলারমো ভারেলা।