আফসানা কিশোয়ার:
বাংলাদেশের নারীদের জন্য ওয়েবপোর্টাল, এ আবার কী? সোনার পাথরবাটি! নিজেও কখনো সেভাবে ঢুঁ মারিনি, শুধু নারীকেন্দ্রিক পত্রিকার পাতার অংশ অপছন্দের হলেও লিখতে হয়েছে মাঝে মাঝেই, বন্ধু-বান্ধব শুভানুধ্যায়ীরা আছে, তাদের মন রাখাও কর্তব্য; ছাপানো অক্ষরে নিজের নাম দেখার লোভও কাজ করে এর পেছনে।
সেভাবেই উইমেন চ্যাপ্টারে যুতে যাওয়া। পড়তে থাকা। খুব অবাক হতাম, কাট কপি পেস্ট করে মেইনস্ট্রিমের খবর না দিয়ে নারীর প্রাত্যহিকতার ভালো-মন্দ তুলে ধরে, খ্যাত-অখ্যাত, নবীন, প্রবীণ সবার লেখা একই গুরুত্ব দিয়ে ছাপছে, ফলো করতে থাকি।
ধীরে ধীরে জড়িয়েও যাই।
ব্যক্তি মানুষ যে এর পেছনে তার ব্যক্তিগত জীবনকে এফোঁড়-ওফোঁড় করে দেয়া আমাদের অনলাইনে ট্রেন্ড হয়ে দাঁড়ায় কোনো লেখা প্রচলিত কোনো নিয়মকে চ্যালেঞ্জ করলেই।
অন্য অনেক সমস্যার মতো নিজেদের মধ্যে বিভাজন, দলাদলিও এই পোর্টালের পথ বন্ধুর করে তুলেছে মাঝে মাঝেই।
অনেকেই থাকে, যারা সবাইকে সন্তুষ্ট করে চলা রপ্ত করা শেখে না, ধরা বাঁধা আদব-কায়দার ধার ধারে না। অজান্তেই অন্যদের শত্রুতা কিনে ফেলে। পুরুষ হলে একে আমরা বোহেমিয়ানিজম, যারা হাটকে এমন করে স্নেহ দেখাই, নারী হলে জ্বীনে ধরা এড়ানোর বস্তু বলে মনে করি।
দেখতে দেখতে উইমেন চ্যাপ্টার চার বছরের বেশি সময় পার করে ফেললো। অর্থনৈতিক যে মজবুত শিরদাঁড়া তার তৈরি হওয়ার কথা ছিল, চ্যারিটি মনোভাবের কারণে তা হয়ে ওঠেনি।
এর ওয়েবসাইটে বর্তমানে “ডোনেট” বাটন যোগ করা হয়েছে।
বিখ্যাত গার্ডিয়ান পত্রিকাও ডোনেশন বাটন রেখেছে, বড় বড় সংস্থাগুলোরও ওয়েবসাইটেও এমনটি আছে, সাধারণের সহায়তা তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যায়, সেখানে উইমেন চ্যাপ্টারের আপনাদের ভালোবাসা মেশানো অর্থযোগ চাওয়া এমন কোনো বড় ঘটনা নয়।
এ ব্যস্ততা আর জ্যামের শহরে সামনাসামনি বসে একে অপরের হাত ধরা খুব দুষ্কর, আমরা এ ভার্চুয়াল হাত ধরার জায়গাটুকুকে নিজেদের প্রয়োজনে বাঁচিয়ে রাখি-কারণ এ পোর্টাল আমাদের ভয়েস, আমাদের ভালোবাসা। আন্তর্জাতিক যে কোনো ইভেন্টে ক্ষুদ্র আকারে হলেও ক্ষুদ্রতম দেশের অংশগ্রহণের আহবান উইমেন চ্যাপ্টারই দিয়ে থাকে, যেমন দিয়েছে “#MeToo” হ্যাশট্যাগের ক্ষেত্রে।
অনলাইনের জগৎ পুরো বিশ্বকে একধরনের “উইন্ড অব চ্যাঞ্জ” এর সামনে ফেলে দিয়েছে।
তাতে আমাদের একসঙ্গে পথ চলতেই হবে।
এক ক্লিক, একটু মনোযোগ-আমাদের পোর্টালের নির্বিঘ্ন চলা হয়তো আরেকটি বছর।
পাশে থাকুন, পড়তে থাকুন, লিখতে থাকুন, ডোনেট করতেও উদ্বুদ্ধ করুন।
https://womenchapter.com/donations/donate-us