ভালবাসার বিকল্প নেই

মালবিকা লাবণি শীলা:

একজন পুরুষের কাছে একজন নারীর কী চাইবার থাকতে পারে? খুব বেশি কিছু কি? মোটা দাগে দেখলে ঘর, সংসার, সন্তান, স্বাচ্ছন্দ্য।

আমার দিক থেকে আমি দেখি,
১) পুরুষটিকে প্রথমে আমার বন্ধু হতে হবে।
২) রসবোধ থাকতে হবে।
৩) গল্প করার সময় শ্রোতাকে মগ্ন করে রাখার মতো ক্ষমতা থাকতে হবে।
৪) কেয়ারিং হতে হবে।
৫) প্রচণ্ড ভালোবাসতে জানতে হবে।
৬) উদার হতে হবে।
৭) হিসাব করুক, কিন্তু কিপটা হওয়া চলবে না।
৮) আত্মনির্ভরশীল হতে হবে।
৯) বই পড়ার এবং কেনার অভ্যাস থাকতে হবে।
১০) গান ভালোবাসতে হবে।
১১) পাগলামো থাকতে হবে।
১২) বাই উঠলে কটক চলে যাওয়ার মানসিকতা থাকতে হবে।

আরো অনেক কিছু আছে, মনে পড়ছে না। আমি মুগ্ধ হতে ভালোবাসি। রূপের মুগ্ধতা খুব বেশিদিন টেকে না। প্রচণ্ড ভালোবাসাও আমাকে মুগ্ধ করে, আবেশে জড়িয়ে রাখে, অজানা এক ঘোরের মধ্যে থাকি, অচেনা নেশায় বুঁদ হয়ে যাই। চব্বিশ ঘণ্টা পায়ে পায়ে, গায়ে গায়ে, কথায়, অনুভবে লেপ্টে থাকি।

আমি নিজেকে চালাতে শিখেছি। কাজ করেছি। নিজেকে চালিয়েছি, প্রয়োজনীয় সিদ্ধান্ত একা একা নিয়েছি। কিছু বিষয় কারো সাথে শেয়ার করিনি, আর কিছু বিষয় শেয়ার করার মতো কেউ ছিলো না। এতোটা আত্মনির্ভরতার পরেও কেউ যখন বলে, “ওই বিষয়টা নিয়ে তোমার ভাবতে হবে না, ওটা আমি দেখছি।” তখন কী যে ভালো লাগে! দেখুক বা না দেখুক, এই যে একটা মানসিক সাপোর্ট, এটা একটা বিশাল প্রাপ্তি। একজন পুরুষের পাশে থাকা নারীটিও যখন একইভাবে বলে, “তুমি কিচ্ছু ভেবো না, এদিকটা আমি সামলাচ্ছি।” তারও নিশ্চয়ই একই রকম স্বস্তি কাজ করে!

একে অপরের ওপর এই যে আস্থা, নির্ভরশীলতা- এসবের গুণেই তো একটি সফল সম্পর্ক গড়ে ওঠে। তবে প্রতিটি নারী পুরুষের প্রথম যে গুণটি থাকা দরকার, তা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী একজন মেয়ে মিস ইউনিভার্সের চেয়েও সুন্দর। আত্মবিশ্বাসী একজন পুরুষ জর্জ ক্লুনির চেয়েও আবেদনময়।

আমি ভালোবাসি কেন? কারণ ভালোবাসতে ভালো লাগে। হিংসা, ঘৃণা, রাগ, সন্দেহ এসব দিয়ে খুব মহৎ কিছু অর্জন করা সম্ভব নয়। ভালোবেসে আপনি পৃথিবী জয় করে ফেলতে পারবেন। হিংসা শুধু ধ্বংসই টেনে আনবে। ভালো কিছু পেতে চাইলে ভালোবাসার বিকল্প নেই।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.