মিস্টার পুরুষ, তুমি কাপুরুষ হবে, নাকি কালপুরুষ?

আবদুল্লাহ আল মাসুদ:

হে পুরুষ,
নারীর স্তন দেখলে তোমার মধ্যে কামানুভূতি জাগে। ধর্ষণ করতে মন চায়!

হে পুরুষ, তোমার কি মনে পড়ে – এটা খেয়েছিলে তুমি তোমার শৈশবে?
মনে পড়ে কি, তখন এই স্তনের দুধই ছিল তোমার বেঁচে থাকার একমাত্র উপায়?

তখন কি তোমার কামানুভূতি জেগেছিল পুরুষ? তখন কি তোমার মাকেও ধর্ষণ করতে চেয়েছিলে, পুরুষ?

হে পুরুষ, ওড়না ছাড়া বুক দেখলে তোমার নাকি অসুবিধা হয়!
শৈশবে কি তোমার মা তোমার সামনে ওড়না পরে থাকতো?
তখন তোমার মায়ের বুক দেখে কি তুমি ‘অসুবিধা’ বোধ করেছিলে?

হে পুরুষ, গানে গানে বার বার যে বলো – মায়ের বুকের কথা। মায়ের বুকই সন্তানের শেষ অাশ্রয়, এটা স্বীকারও করছো!
তো মিস্টার পুরুষ, যে নারীর বুকের বিভাজিকা দেখে তুমি উত্তেজিত হচ্ছো, সে নারীও যে কারো মা তা কি জানো?
যে নারীর বুকে হিংস্র থাবা বসালে, অত:পর তাকে হত্যা করলে, সে নারীও যে তোমার মায়ের মতো ভবিষ্যতে কারো মা হতে পারতো, তা কি তুমি বুঝতে পারো?

মিস্টার পুরুষ, তোমার নাকি পৌরুষ্যের খুব জোর; এত জোর থাকলে অার্নল্ড শোয়ার্জনেগারের সাথে ফাইট করে দেখাও না!
এতো জোর থাকলে ভালোবাসা দিয়ে কারো মনে স্থান নিয়ে দেখাও না!

শরীরকে জবরদখল করার নাম বাহাদুরি নয়, মনকে পাগল করার নাম বাহাদুরি।
গায়ের জোর রকের সাথে দেখাও, নারীর সাথে না।
Brian shaw, Eddie hall, Nick best শক্তিশালী মানুষ, তাদের সাথে টক্কর দাও না কেন?

হে পুরুষ, নারীর তুলনায় নিজেকে শক্তিশালী ভাবছো, অাসলে কি তাই?
পারবে কি লায়লা অালির সাথে? পারবে কি মেরি কমের সাথে?

এতো ক্ষমতা তোমার,
সত্যিই কি পারবে, একজন সফল প্রেমিক হতে?
তোমার কথা সারাক্ষণ ভাববে, তোমায় নিজের চেয়েও বেশি ভালোবাসবে, এমন পুরুষ হওয়ার যোগ্যতা কি অাছে মিষ্টার পুরুষ?

এতো উত্তেজনা, এতো অনুভূতি তোমার……. কিন্তু মিস্টার পুরুষ, তোমার বোনকে যখন কেউ রাস্তায় হাত ধরে টান দেয়, তখন তোমার কেমন লাগে?

তুমি রাস্তার মোড়ে পাংকি ড্রেস পরে কুকুরের মত জিভ বের করে যখন মেয়েদের দিকে তাকিয়ে থাকো, তখন কি মনে হয় কখনো – একজন নারী কারো মা, কারো বোন, কারো কন্যা?

হে পুরুষ, তোমার বিপদের কথা শুনলে সবচে বেশি কষ্ট পায় কে? নিশ্চয়ই তোমার মা?
তুমি যে মেয়েটির সর্বনাশ করতে চাইছো, তারও কি মা অাছে বলে তোমার মনে হয়?
তোমার মায়ের মতো তার মা-ও নিজ সন্তানকে ভালোবাসেন, এটা কি বিশ্বাস করো?

হে পুরুষ, শৈশব থেকে তোমাকে শেখানো হয়েছে ‘তুমি পুরুষ!’ ভুল শিখেছো, তুমি কাপুরুষ। তুমি যদি নারী দেখলে ধৈর্য্যহারা হয়ে পড়, বুকের দিকে দৃষ্টিপাত করে সাইজ মাপজোপ করো, তাহলে নিশ্চিত তুমি কাপুরুষ।

মিস্টার পুরুষ, মেইক ইওর ডিসিশন – কাপুরুষ হবে নাকি কালপুরুষ হবে।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.