উইমেন চ্যাপ্টার (২৪ জুলাই): সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড্ডা এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া উইং থেকে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করা হয়েছে।
এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত শুনানি শেষে সাংবাদিক মারধরের মামলায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সোমবার রনির জামিনের বিরুদ্ধে আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান গ্রেপ্তারের আদেশ দেন।
জামিনের বিরুদ্ধে আবেদনটি করেন ইনডিপেনডেন্টের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলীর আইনজীবী।
রনি বাদি পক্ষকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে আবেদনে বলা হয়। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের আদেশ দেন। গতকাল মঙ্গলবার শাহবাগ থানা পুলিশ আদালতে তা দাখিল করে।
এর পূর্বেই রোববার রনি আত্মসমর্পন করে জামিন নেন।
গত শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করার সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ সনি ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা।