শাশ্বতী বিপ্লব:
ছবিটা দেখে কি আপনারা সত্যি খুব অবাক হয়েছেন? আপনাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে? ভাবছেন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা? এই তরুণ দু’জন বখে গেছে কোনো কারণে?
সত্যি আপনাদের সরলতা আর ভালোমানুষী আমাকে মুগ্ধ করে! আমরা সকলেই কি মনে মনে জানি না যে এটাই আমাদের দৈনন্দিন সত্য, এটাই বাস্তবতা?
নারীরা হাড়ে হাড়ে এই সত্য জানে। আর পুরুষেরা জানে তাদের মজ্জায়। দয়া করে কেউ অবাক হওয়ার ভান করবেন না। একদম হাসতে ইচ্ছা করছে না আমার।
বিপনী বিতানের ম্যানিকুইনরাও এরকম স্পর্শের অভিজ্ঞতা লাভ করে প্রতিদিন। জানতেন না বুঝি? জেনে নিন। আরো জেনে নিন, এভাবে ট্রায়াল দিতে দিতেই একদিন সফল যৌন নির্যাতক ও ধর্ষকে পরিণত হবে এরা।
আমি জানিনা এরা কোন দেশের, কোন শহরের বা কোন পরিবারের! জানার প্রয়োজনও মনে করি না। কারণ আমাদের দেশে, আমাদের চারপাশেও এমন অসংখ্য তরুণেরা, পুরুষেরা ঘুরে বেড়ায়। নারী শরীর, হোক সে রক্ত মাংসের বা পাথরের, সেটা শুধুমাত্র একটা সেক্স অবজেক্ট ওদের কাছে। তাতে কেবলই স্তন ও যৌনাঙ্গ দেখতে পায় আমাদের তরুণ, কিশোর, মাঝবয়সী, বৃদ্ধ, ঘাটের মরাসহ সবাই।
আসুন, আরো কিছু ধর্ষণের ঘটনা শোনার জন্য প্রস্তুত হই। সাথে বোনাস হিসেবে ধর্ষণের শিকার কিছু লাশও পেয়ে যেতে পারি হয়তো। বলা তো যায় না।