উইমেন চ্যাপ্টার ডেস্ক (২৩ জুলাই): প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব কেমব্রিজ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বাকিহাম প্যালেস থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকাল ৪:২৪ মিনিটে শিশুটি জন্ম নেয়। তার ওজন সাড়ে তিন কেজির মত। এই শিশুটি প্রিন্স অব কেমব্রিজ নামে পরিচিত হবে। নবজাতক এই শিশুই একদিন ব্রিটেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী ১৫ টি কমনওয়েলথভূক্ত রাষ্ট্রের প্রধান হবেন।
বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন প্রিন্স উইলিয়াম, রানী এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবার্গ এই খবর শুনে অত্যন্ত আনন্দিত।
প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস বলেছেন, প্রথমবারের মত দাদা হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার প্রথম সন্তানের জন্মদানে এই দম্পতিকে শুভেচ্ছো জানিয়েছেন।