উইমেন চ্যাপ্টার ডেস্ক:
বিশ্বের অনেক দেশেই এখন নারীরা ব্রা না পরেই তার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন শপিং মল, অফিস এবং বাসা। আর দিন দিন এর সংখ্যাটা বাড়ছে। রিহান্নার মত বহু সেলিব্রেটিও আছেন এ দলে। পশ্চিমা বিশ্বে বর্তমানে অনেকেই মনে করছেন বক্ষবন্ধনী এক ধরনের পরাধীনতার নাম। তাই তারা নিজেদের স্তনের স্বাধীনতার জন্য সবাইকে ব্রা ব্যবহার না করার আবেদন জানিয়ে আসছে।
এই ব্যাপারটিকে আরও জোরদার করতে প্রতিবছর নো ব্রা দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রথম দিকে ৯ জুলাই পালন করা হতো দিনটি। তবে এখন ১৩ অক্টোবর ‘আন্তর্জাতিক নো ব্রা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
শুধুমাত্র নারীর স্বাধীনতা নয়, বলা হচ্ছে স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই মূলত এই নো ব্রা দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়। এবং অনেক বিশেষজ্ঞই মনে করেন ব্রা ব্যবহারের ফলে স্তন ক্যান্সারের ঝুঁকি একটু বেশিই বাড়ে। ব্রা ব্যবহার বন্ধ করতে পারলে স্তন ক্যান্সারের ঝুঁকিটা কমে আসবে।অক্টোবর এর ১-৩০ পর্যন্ত পুরা মাসই
#স্তন_ক্যান্সার প্রতিরোধ মাস। শুধু ১৩-অক্টোবর নয়। সংহতি প্রকাশ করছি।