উইমেন চ্যাপ্টার ডেস্ক (২২ জুলাই): দীর্ঘ রোগভোগের পর মারা গেছেন হোয়াইট হাউসের বহুল আলোচিত সাংবাদিক হেলেন টমাস। তার বয়স হয়েছিল ৯২ বছর। সিএনএন এর অনলাইনে রোববার এ খবর জানানো হয়।
জীবনের অর্ধ শতাব্দী হোয়াইট হাউসে সাংবাদিকতা করে গেছেন তিনি। এ সময়ের মধ্যে তিনি অন্তত ১০ জন প্রেসিডেন্টকে পেয়েছেন যুক্তরাষ্ট্রের। তাকে ডেট্রোয়েটে সমাহিত করা হবে বলে জানা গেছে।
একটা সময় ছিল যখন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন বলতেই তিনি সেখানে অবধারিত থাকতের। সাংবাদিকদের একেবারে সামনের সারিতে এবং মাঝামাঝি স্থানে বসতেন সাধারণত। জন এফ কেনেডি ১৯৬১ সালে যখন প্রেসিডেন্ট নির্বাচিত জন তখনই ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের হয়ে হোয়াইট হাউসের রিপোর্ট কভার করা শুরু করেন তিনি। ২০১০ সালে অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে গেছেন। তাকে এ জন্য হোয়াইট হাউসের প্রেস কোরের ডীন হিসেবে বিবেচনা করা হতো। কারণ, তিনি ছিলেন হোয়াইট হাউসে দায়িত্বপালনকারী সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের সাংবাদিক।
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে তাকে একজন সত্যিকার পথ নির্দেশক হিসাবে উল্লেখ করেছেন ।