আসুন, সম্প্রীতির গল্প শোনাই – ৪

বিপন্ন মানবতা
সুনন্দা সিংহ
****************

রক্তে রাঙা নাফ নদী, গুমরে কেঁদে মরে,
মানুষের কাছে মনুষ্যত্ব, এমনি কি রে হারে?
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষের এই পরিচয়?
মানুষ নামটা মনে রাখলেই, ঘটে না বিপর্যয়।

সব জাতেরই অনাগত সন্তান, মাতৃগর্ভে থাকে,
সকল জাতেরই রক্তের রঙ,
লাল হয়ে থাকে।

কোন ধর্ম বলে দিয়েছে,
অন্য ধর্মাবলম্বীকে মারো ?
মানুষকে মারার অধিকার,
কোনদিন নেই কারো।

“রোহিঙ্গা নিধন” বন্ধ হোক ,
সকলের দাবী আজ,
মানবতাকে ধ্বংস করাই কি,
মানুষের প্রধান কাজ?

(Published as part of Social Media Campaign #BeHumaneFirst to promote Secularism in Bangladesh)

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.