পুরুষের ফুটবলে নারী রেফারি

ফারজানা কবীর খান স্নিগ্ধা:

ইতিহাস রচিত হলো বার্লিনের মাটিতে।
নারী চাঁদে যায়, রিকশা চালায়, বিমান চালায়, দেশ চালায় এ সবই এখন পুরাতন খবর। নতুন খবর হলো- নারী আজ থেকে পুরুষের ফুটবল খেলাও চালায়।

জার্মানির বুন্ডেসলিগার পুরুষদের ফুটবলে প্রথমবারের মতো রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন একজন নারী। বিবিয়ানা স্টাইনহাউজ নামের ৩৮ বছর বয়স্কা এই পুলিশ কর্মকর্তা আজ প্রথমবারের মতো বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে বুন্ডেসলিগার একটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন। পুরুষদের সমান গতিতে পুরো ৯০ মিনিট মাঠে দৌড়ে সবাইকে শুধু অবাকই করেননি এ নারী, তিনি পুরুষ খেলোয়াড়দেরকে হলুদ কার্ডও দেখিয়েছেন। জার্মান গণমাধ্যম জুড়ে আজ বিবিয়ানার জয় জয়কার।

পুরুষ, তোমরা নারীর কোন অবদানকে অস্বীকার করবে?

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.