সীমান্তিকা হিরণ্য:
ও আচ্ছা আপনি সমস্যায় আছেন? কী সমস্যা বলেন আমাকে? টিপের পাতা শেষ হয়ে গেছে?
ওকে, লেটস সলভ ইট! চলেন, এক পাতা টিপ কিনে নিয়ে আসি।
কী বললেন? এর থেকেও বড় সমস্যা?
ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার বাবা মারা গিয়েছেন?
ঠিক আছে, আপনাকে চাকরি দিচ্ছি। পঞ্চাশ হাজার টাকা স্যালারি।
কী? মেন্টালি ভেঙ্গে পড়েছেন?
বাবা মারা গেলে ভেঙ্গে পড়াই স্বাভাবিক। এক কাজ করা যাক। পাহাড়ে বেড়িয়ে আসি চলেন। স্ট্রেস কমানোর মোক্ষম উপায়।
আরও বড় সমস্যা?
অ্যাডিক্টেড হয়ে গেছেন?
আরে এইটা কোনো ব্যাপার!
আপনার বাসা থেকে সিকি মাইল দূরেই তো একটা মাদক নিরাময় কেন্দ্র আছে। ঘুরে আসা যাক কী বলেন!
আরও সমস্যা? ফেইল করেছেন পরীক্ষায়?
আহা ফেইলিওর ইজ দ্য পিলার অভ সাকসেস ম্যান! লেটস ট্রাই অ্যাগেইন! পুড়ে পুড়েই সোনা হয় বস!
ব্রেকাপ? হুশ! আমার নিজেরই ব্রেকাপ হয়ে গেছে গত পরশু।
ভালবাসতেন খুব? স্বাভাবিক। কিন্তু জানেন তো, মানুষ চেঞ্জ হয়। ইউ ক্যান্ট ফোর্স এনিওয়ান টু লাভ ইউ, ক্যান ইউ?
এর চেয়ে লিভ হিম লাইক আ লিফ! তারও জীবন আছে ম্যান!
লজিক দিয়ে কষ্ট দূর করা যায় না?
হা হা! ঘটনা আসলে সত্যি। লজিক আর কষ্ট ডিফ্রেন্ট সেক্টরে বিলং করে। বাট একটা জিনিস নোটিস করেছেন, মনের কষ্টে কেউ মারা যায় না। ওয়েল, ইফ ইউ ডু নট কমিট সুইসাইড হেহে।
বাট শারীরিক কষ্টে কিন্তু শরীর এক সময় প্রচণ্ড টায়ার্ড হয়ে সার্ভিস দেয়া বন্ধ করে দেয়!
আচ্ছা, আপনি স্বপ্ন দেখেন?
দেখেন?
বাহ চমৎকার! তাহলেই বুঝেন আপনার মন কতখানি স্ট্রং! শালার বেটা এতো পেইনে আছে, তাও স্বপ্ন দেখা ছাড়ে নাই! হারামজাদা বদের হাড্ডি!
সার্ভিস দিয়েই যাচ্ছে! জাস্ট তাকে সার্ভিস দিতে একটু হেল্প করেন লজিক দিয়ে।
কী বললেন? স্বপ্নও দেখেন না?
আপনি কী চান আপনার বয়ফ্রেন্ড কাম ব্যাক করুক?
চান? গ্রেট।
এই যে দেখেন, মিথ্যা বললেন আর ধরা খেয়ে গেলেন। আপনার বয়ফ্রেন্ড কাম ব্যাক করুক আপনি চান। এইটাকে বলে আশা। আশার অপর নাম স্বপ্ন জানেন তো?
মানুষ বাঁচে কী নিয়ে?
সিম্পল। আশা নিয়ে।
আমি জহির রায়হান হবো। আমি নীল নদের তীরে রাতের বেলা শুকতারা দেখতে দেখতে সিগারেটের ধোয়া ওড়াবো। আমি কৈলাশে গিয়ে স্নো ম্যান বানাবো। আমি লাখ লাখ অডিয়েন্স এর সামনে হেডব্যাং করতে করতে ড্রাম বাজাবো। আমি নাসার হেড অফিসে বসে চোখে টেলিস্কোপ লাগিয়ে উল্কাপতন দেখবো।
এইগুলি সব ড্রিম। স্বপ্ন। আশা। মানুষ আসলে এইগুলি নিয়েই বাঁচে।
আপনার এইগুলি আছে?
আরেহ জোশ! আপনি তো মিয়া ড্রিমার! ওজি অসবোর্নের চাইতেও বড় ড্রিমার।
আপনি আপনার স্বপ্ন পূরণ করতে আগ্রহী? নাকি কষ্ট পেয়ে পেয়ে হাতের রগ কেটে ভবলীলা সাঙ্গ করতে আগ্রহী?
এক সেকেন্ড, উত্তর দেয়ার আগে একটা ফ্যাক্ট শোনেন। আপনি হিন্দু হোন, মুসলিম হোন, ক্রিশ্চিয়ান – বুড্ডিস্ট হোন বা নাস্তিক হোন, একটা জিনিস হচ্ছে ধ্রুব সত্য।
সত্যটা হচ্ছে,
ইউ উইল নট গেট দিস লাইফ সেকেন্ড টাইম।
মরে গেলেন তো ফিনিশ। পুনর্জন্মে বিশ্বাস করে থাকলেও কিন্তু এই জিনিসটা পাল্টাচ্ছে না। পরের জন্মে আপনার এ জন্মের স্মৃতি থাকবে না। আপনি তখন অন্য কিছু। আপনি এ জন্মে লাবণ্য হয়ে থাকলেও পরের জন্মে আপনি আর লাবণ্য থাকবেন না।
অর্থাৎ, আপনার লাইফ আল্টিমেটলি একটাই। ইফ ইউ লুজ ইট, ইউ লুজ ইট।
এক কাজ করেন। এক সপ্তাহ সময় নেন। এই এক সপ্তাহ লিভ ইওর লাইফ। সমস্ত রেসপনসিবিলিটি ঝেড়ে ঝুরে সোডিয়াম বাতির নিচে বসে আকাশ দেখেন। আকাশের রঙ দেখে। ব্যাগ গুছিয়ে একটা ট্রেনে উঠে যান। মরার আগে একটা ট্যুর হয়ে যাক। প্রিয় ব্যান্ডের কনসার্টে গিয়ে মাথা ঝাঁকিয়ে ঘেডিলক হয়ে যাক।
জাস্ট একটু প্রায়োরিটি দিন নিজেকে। লস নাই, আই সোয়্যার।
এতোকিছুর পরেও যদি মনে হয় “এজীবনরেখেকীহবে?” বা “কীপেলামজীবনে” তাহলে ভাই, ইটস নট মন খারাপ। কনসাল্ট আ ডক্টর ইমিডিয়েটলি।
জ্বর হইলে নাপা, ডিপ্রেশন হইলে পাপা। পাপা হইল ডিপ্রেশনের বাপ। বাপ শাসন করে আদর করে কাঁধে নিয়ে খেলা করে ডিপ্রেশন তাড়িয়ে দেবে। পাপা হইলো মনের ডাক্তার। পাপা উইল নেভার লিভ ইউ, নেভার লেট ইউ ফিল ডিপ্রেসড! ইউ নো রাইট?
এই পর্যন্ত পড়ে পুরা স্ট্যাটাসটারে মোটিভেশনাল স্পিচ মনে হইছে কার কার?
আজিব, আপনি কি আমারে সোলায়মান সুখন মনে করসেন মিয়া?
এইটা মোটিভেশন না বস। এইখানে ডিপ্রেসড ব্যক্তি আর সল্যুশন দেয়া ব্যক্তি যে একই সেটা কী জানেন?
হেহেহে। ইউ কান্ট ওয়াক ইফ ইউ আর নট উইলিং টু মুভ ইওর ফিট। পাশ থেকে যতই “হাঁটো, হাঁটো” বলা হোক, লাভ নাই স্যার!
আপনার ঠ্যাং, আপনারেই নাড়াইতে হবে।
যখন আপনি সর্বোচ্চ চেষ্টা করেও ঠ্যাং নাড়াতে পারবেন না, ডোন্ট ওয়ারি ফেলো! ইউ হ্যাভ ইওর পাপা! বাবার পায়ে পা রেখে হাঁটতে শেখে নাই এমন বাচ্চা কয়টা আছে?
Live,
Don’t LEAVE …
প্রকৃতি ভালবাসে আপনাকে। কী সুন্দর অক্সিজেন-টক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে! কী ঠ্যাকা প্রকৃতির? ঠ্যাকা না, আসলে ইউ আর ইম্পর্টেন্ট। আপনিও নাহয় একটু ভালবাসলেন নিজেকে।
লস নাই কোনো। কোনো লস নাই বস।
সত্যি…।