উইমেন চ্যাপ্টার ডেস্ক: ক্ষমতাচ্যুত মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে টানা বিক্ষোভের ঘোষণা দিয়েছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফের রাজধানী কায়রোতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
গণবিক্ষোভের মাথায় ক্ষমতাচ্যুত মুরসিকে ফের ক্ষমতায় আনার এই আন্দোলনে ইতিমধ্যেই ৯০ জনের বেশি লোক নিহত হয়েছে। মিশর জুড়ে চলছে বিক্ষোভ।
প্রথমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আদলি মনসুর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, দেশকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীও সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বিবৃতি দিয়েছে।
এদিকে বিরোধীদের সাথে আলোচনায় বসার জন্য ইচ্ছা পোষণ করেছে ব্রাদারহুড। তাদের আন্দোলনকে সফল করতে মিশরের প্রত্যেক পুরুষ ও নারীকে রাজপথে নামার আহ্বানও করেছে তারা।
যদিও, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সম্প্রতি অন্য রাজনীতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া ব্রাদারহুডের শীর্ষ নেতা জেহাদ এল হেদাদ জানিয়েছেন, তার দল মুরসিকে স্বপদে বহাল করার দাবি থেকে সরে আসবে না।