ফড়িং ক্যামেলিয়া:
নারীবাদ আসলে কী? এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন ছিল বহুদিন ধরেই। সেই ২০০৭ থেকে বহুবার এর উত্তরে লাইনের পর লাইন লিখেছি। কিন্তু কদিন আগে গৃহকর্মী নির্যাতনের আসামী আয়শা লতিফের প্রসঙ্গ টেনে অনেকেই নারীবাদিতাকে ফ্যাশন বলে চালানোর চেষ্টা করছেন।
এখন ভাববার বিষয় , আসলেই কি নারীবাদিতা ফ্যাশন? এর উত্তর দেবার চেষ্টা করেছি আমার নিজের উদাহরণ টেনে। কেন আমি নারীবাদী? আমি কি রাস্তায় দাঁড়িয়ে মূত্র বিসর্জনের অধিকার চাই? নারীবাদিতা মানে কি গোল্লায় যাওয়া? শুধু যে পুরুষেরা নারীবাদিতার ভ্রান্ত ব্যাখ্যা দেয় তা না, নারীরাও এই ব্যাখ্যার সাথে তাল মেলাতে দ্বিধা বোধ করেন না। তাদের এই গরল প্রশ্নের সরল উত্তর আছে এই সাড়ে ছয় মিনিটের ভিডিও ব্লগটিতে।
শেয়ার করুন: