সন্তানের বন্ধু হওয়াটা জরুরি

নাজিয়া যাবীন:

ছোট ছোট বাচ্চাগুলো কীভাবে আত্মহত্যার পথ বেছে নেয়, আমি বুঝি না!!…. মা-বাবাকে অনুরোধ করি, দয়া করে আপনারা বাচ্চাদেরকে একটু সময় দিন, তাদের প্রতি একটু সহমর্মিতা দেখান। হতে পারে, আপনার ক্ষমাশীল আচরণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মমতা ভরা মুখটি … শেষ মুহুর্তে হলেও… আপনার সন্তানটিকে আত্মহনন এর পথ থেকে সরিয়ে আনবে।

মানুষ তার খুশির কথা, কষ্টের কথা, অভাব-অভিযোগ এর কথা, প্রয়োজনের কথা, প্রণয়ের কথা বলবার মতো যোগ্য মানুষটিকে না পেয়ে রাতদিন ছটফট করে….. ভিতরে ভিতরে কুঁকড়ে যায়।

তার মাথার ভিতরে এক বিশাল শূন্যতা রূপ নেয়। স্বাভাবিক চিন্তাভাবনা হয়ে যায় অকেজো। নীতি কথাগুলোকে অন্তঃসারশূন্য আর সান্ত্বনা বাণীকে মিথ্যা মনে হয়। চুপ হয়ে যাওয়া বুকের ভিতর এক প্রলয়ঙ্করী ঝড় ওঠে; লণ্ডভণ্ড হয়ে যায় জীবন।

আমি দেখেছি, কোন ক্ষরণকে ভরে দিতে আমি যে সংগীতকে আশ্রয় করি, প্রচণ্ড হতাশায় তাকেই আমার কাছে বিষের মতো মনে হয়! এলোমেলো অবস্থায় আমি প্রিয় বইগুলোর দিকে ফিরেও তাকাই না। মনে হয়, মহাশূন্যের এমন এক কোণে নিজেকে ছুঁড়ে দেই, যেখানে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। আত্মাটা নিদারুণ যন্ত্রণায় মোচড় মেরে বেরিয়ে যায়….

আবার একসময় ধীরে ধীরে নিজের মধ্যে ফিরে আসি…

সব মানুষ এভাবে ফিরতে পারে না, ঘুরে দাঁড়াতে পারে না; তার অসহায়ত্ব তাকে ফিরতে দেয় না।

আছে আপনার এমন একজন বন্ধু,

  • যে আপনাকে দুর্বল ভেবে তামাশা করে না?
  • স্বার্থে নয়, বরং ভালবেসে প্রতি মুহুর্তে গ্রহণ করে?
  • আপনার আনন্দে স্বেচ্ছায় শরীক হয়?
  • নীরব দু:খ কে বুঝে নিয়ে দূর করার চেষ্টা নেয়?
  • নিজের আনন্দে, দু:খে আপনাকে মনে করে?
  • আপনার কথা শোনে, বোঝার চেষ্টা করে?
  • আপনার অন্তরের গোপন কথা তাকে বলে শান্তি পান?
  • আপনার প্রতি কৃতজ্ঞতা কে প্রকাশ্যে স্বীকার করে?
  • বিপদে তাকে ভরসা করতে পারেন?
  • সে আপনাকে বিপদে ভরসা করে?
  • পারস্পরিক নীতি, রুচিতে মিলে?
  • আপনার অর্থ, প্রতিপত্তি চলে গেলেও সে আপনাকে ছাড়বে না? ….

সবগুলো উত্তর “হ্যাঁ” হলে, আপনি নি:সন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তির তালিকায় আছেন।

সবার এই বন্ধু কপাল হয় না।
১০০’র মধ্যে ৯৫ ভাগ একজনকে দিয়ে দেখুন.. সে তা উল্লেখই করবে না, বরং আপনার সাথে না থাকলে, সে যে ঐ ৫ ভাগ পেতে পারতো, তা জোর গলায় সবাইকে বলে বেড়াবে।……

একজন ভাল বন্ধু তাই সারাজীবনের অমূল্য অর্জন।
যে ছেলে বা মেয়েটা আত্মহত্যা করলো, খোঁজ নিয়ে দেখুন, তার এমন একজন বন্ধু ছিল না।

আপনি পারেন না আপনার সন্তানের এমন একজন বন্ধু হতে?…. হয়ে দেখুন, বাচ্চাটা বেঁচে যাবে।

শেয়ার করুন: