উইমেন চ্যাপ্টার ডেস্ক: সিরিয়ার দামস্ক প্রদেশে চেকপয়েন্টে একটি শিশুসহ নয়জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সক্রিয় কর্মীদের বরাত দিয়ে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্ক প্রদেশের কালামুন এলাকার একটি সামরিক চেকপয়েন্টে এ নয়জনকে হত্যা করা হয়।
পর্যবেক্ষণ সংস্থার তোলা কিছু ছবি মোতাবেক, গুলিবিদ্ধ লাশ একটি কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। লাশগুলোর আংশিক সাদা প্লাষ্টিক শীট দিয়ে ঢাকা ছিল। এদের কয়েকজনকে মাথায় এবং অন্যদের বুকে গুলি করে হত্যা করা হয়।
সংস্থাটি আরো জানায়, সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে হাজর আবিয়াদ গ্রামে একটি ঐক্য কমিটির সাত সদস্যকে সরকারপন্থী মিলিশিয়া হত্যা করেছে।
২০১১ সালের মার্চ মাস থেকে আসাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার পর থেকে এপর্যন্ত সিরিয়ায় এক লাখের বেশী লোক নিহত হয়েছে।