উইমেন চ্যাপ্টার ডেস্ক: নানা নাটকীয়তার পর ইংল্যান্ডের জয়ের মধ্যদিয়ে শেষ হলো অ্যাশেজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে ব্র্যাড হাডিন আউট হলে ইংল্যান্ডের বিজয় নিশ্চিত হয়। ইংল্যান্ড জয় পেল ১৪ রানে।
প্রথম দিন থেকেই দর্শকরা ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা দেখেছে প্রতি মুহুর্তে। প্রথম দিনেই ১৪ উইকেটের পতন। দ্বিতীয় দিনে অ্যাগারের এগার নাম্বারে নেমে ৯৮ রানের বিশ্বরেকর্ড। তৃতীয় দিনে বোলার স্টুয়ার্ট ব্রডকে সাথে নিয়ে ইয়ান বেলের ম্যাচ বাঁচানো জুটি। চতুর্থ দিনে ইংল্যান্ডের ৪টি ও অস্ট্রেলিয়ার ৬টি মিলে মোট ১০ উইকেটের পতন। সবকিছুই ছিলো ক্রিকেট ভক্তদের চোখ বড় করে দেয়ার মত ঘটনা।
চতুর্থ ইনিংসে ৩১১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অস্ট্রেলিয়া ভালো অবস্থানে থাকলেও চতুর্থ দিনের শেষের বিপর্যয় তাদের ব্যাকফুটে ঠেলে দেয়। পঞ্চম দিনে চার উইকেটে জয়ের জন্য ১৩৭ রান দরকার থকলেও দিনের প্রথম ঘন্টায়ই অ্যাগার ও স্টার্কের উইকেট হারিয়ে খাদের কিনারায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের রানের সাথে ২০ রান যোগ হতেই সিডল আউট হলে নিশ্চিত পরাজয়ের দিকে যেতে থাকে অস্ট্রলিয়া। কিন্তু ব্র্যাড হাডিন ও জেমস প্যাটিনসনের দশম উইকেটে মারমুখি জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় অস্ট্রলিয়া। যদিও শেষ পর্যন্ত আর পারলেননা হাডিন। ব্যাক্তিগত ৭১ রানের মাথায় অ্যান্ডারসনের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে দিলে ইংল্যান্ডের যায় ১৪ রানের জয় নিশ্চিত হয়।
অস্ট্রেলিয়ার পক্ষে পঞ্চম হাডিন ছাড়া দিনে অ্যাগার ১৪, সিডল ১১ ও প্যাটিনসন অপরাজিত ১৫ রান করেন। ইংল্যান্ডের পক্ষে শেষ দিনে ৪টির সবকটি উইকেটই তুলে নেন অ্যান্ডারসন।
এই জয় দিয়ে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে গেছে।