তামান্না ইসলাম:
আফ্রিকার এক ছোট্ট দেশ মালাউই। আফ্রিকার অন্যান্য অনেক দেশের মতোই সভ্যতার আলো সেখানে আজও ভালভাবে পৌঁছায়নি। কিছু কিছু ক্ষেত্রে বরং পিছিয়ে আছে অনেক বেশি। বাল্য বিবাহ তাঁর মধ্যে উল্লেখযোগ্য এক বিষয়। খুব কম বয়সেই এই দেশে শিশুদের, বিশেষ করে মেয়ে শিশুদের বিয়ে দিয়ে দেওয়া হতো কিছুদিন আগেও।

এখানেই ঘটনার শেষ নয়। বয়ো:সন্ধি পেরিয়ে যাওয়ার পরও যেসব মেয়ের বিয়ে হতো না, তাদেরকে পাঠানো হতো এক বিশেষ ক্যাম্পে, যেখানে তাদেরকে শৈশব থেকে পরিশুদ্ধ করে বউ হওয়ার উপযুক্ত করে তৈরি করা হতো। একজন ভাড়াটে বয়স্ক লোকের সাথে শারীরিকভাবে জোর পূর্বক তাদেরকে মিলিত হতে হতো, বাস্তবিক এর সাথে ধর্ষণের কী পার্থক্য আমি জানি না। এতে করে নাকি তাঁদের শরীরে কামনা, বাসনার উদ্রেক ঘটান হয়। এবং এর ফলে অবশ্যম্ভাবী ভাবে অনেক মেয়ে গর্ভবতী হয়ে পড়ে, অনেকে এইডস বা অন্য ধরনের যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ে।
(I will marry when I want: Memory Banda)

তাঁর বয়স তখন মাত্র ১৫। তারই মতো বিদ্রোহী সব মেয়েদেরকে সে একতাবদ্ধ করে, সরকারের কাছে দাবী পেশ করে, দাবী আদায় না হওয়া পর্যন্ত সে চালিয়ে যায় তাঁর সংগ্রাম। ফলশ্রুতিতে ২০১১ সালে মালাউই সরকার তাঁদের দাবি মেনে নেয়। বিয়ের আইনগত বয়স ১৫ থেকে বাড়িয়ে ১৮ করা হয়। মাত্র ১৫ বছরের মেয়ে মেমোরি এই অসাধ্য সাধন করে। মেমোরির বয়স এখন ২০, দেখতে একটি মিষ্টি কিশোরী।

শেয়ার করুন: