বন্যা আহমেদ:
আজকে বিবর্তনীয় মনোবিদ্যা এবং নারীবাদের দ্বিতীয় পর্বের বিষয়বস্তু হচ্ছে, নারীরা কেন সাধারণত সফল পুরুষ পছন্দ করে? আজকের এই আলোচনায় প্রাসঙ্গিকভাবে আসবে পিতৃতন্ত্রের উৎপত্তি, parental investment তত্ত্ব, অর্থাৎ গর্ভধারণ থেকে শুরু করে সন্তানের লালন পালনে বাবা মারা যে সময় বিনিয়োগ করে , নারী পুরুষের Sexual strategy বা যৌন কৌশল, জীবনসঙ্গী বাছাই, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি যৌন সম্পর্ক তৈরির ক্ষেত্রে নারী পুরুষের মনস্তাত্ত্বিক মিল এবং অমিলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা।
লিংকটি নিচে সংযুক্ত করা হলো:
https://soundcloud.com/mukto-mona/bonya02

-পডকাস্টটি মুক্তমনা ব্লগ থেকে নেয়া উইমেন চ্যাপ্টারের পাঠকদের জন্য; এটি শুনে নিজস্ব মতামত দিলে কৃতজ্ঞ থাকবো।