উইমেন চ্যাপ্টার ডেস্ক: আজ রবিবার ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন ব্যাপারটি নিশ্চিত করেছেন। শনিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
এর আগে প্রথমবারের মত প্রিলিমারিতে কোটা প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে ফলাফল প্রকাশ করলে অকৃতকার্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ জুলাই ফলাফল বাতিল করে পুনর্মুল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
৩৪ তম বিসিএস এ দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেন। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্য থেকে পূর্বে প্রচলিত নিয়মে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে জানিয়েছে পিএসসি।