উইমেন চ্যাপ্টার ডেস্ক (১৩ জুলাই): লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনে উপস্থিত থাকবেন রানী এলিজাবেথ দ্বিতীয়।
এক খবরে বলা হয়েছে, খেলা শুরুর আগে ক্রিকেটার এবং ম্যাচ কর্তৃপক্ষের সাথে রানীকে পরিচয় করিয়ে দেয়া হবে। এরপর তিনি দুটি টিমের ব্যবস্থাপকদের সাথে বৈঠক করবেন এবং কিছুক্ষণ খেলা দেখবেন।
এর আগে ২০০৯ সালের জুলাই মাসে লর্ডস টেস্টেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে সাক্ষাত করেছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয়।