উইমেন চ্যাপ্টার ডেস্ক (১২ জুলাই): অর্থমন্ত্রীর আগাম কথাবার্তা ও অবাস্তব অবস্থানই পদ্মাসেতু প্রকল্পের বাস্তবায়নের পথে বাধা বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে আশুলিয়ায় আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী মাঝে মাঝে খুব তাড়াহুড়ো করে কথা বলেন যেটা আদতে বাধা সৃষ্টি করে। তিনি আরো বলেন, ‘আমাদের মত ব্যক্তিদের ভেবে-চিন্তে দায়িত্বশীল মন্তব্য করা উচিৎ’।
রাশিয়া ও চীনের দেয়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী জনমনে হতাশা সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, ‘প্রস্তাব দেয়ার একদিন পার না হতেই অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্য জনগণকে হতাশ করেছে। তিনি লেখাপড়া জানা মানুষ। একদিন যখন তিনি আত্মজীবনী লিখবেন তখন তিনি স্বীকার করবেন তার অবাস্তব অবস্থানের কারণেই পদ্মাসেতুর কাজ সময়মতো শুরু করা যায়নি।’
এছাড়াও পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ে দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে সবাই ভুলত্রুটি সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।