উইমেন চ্যাপ্টার: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের আত্মজা জাকিয়া রুবাবা মোউপী। এবারের এসএসসি পরীক্ষার্থী। বাবাকে হারিয়ে বাবার প্রতি তার নিবেদন:
( কৈফ মজনুনের জন্য। )
রাত পোহালেই ফানুসের ওড়া শুরু
বারান্দা তবু তিনদিন ধরে বিরান
ছাই পড়া কাপে বাষ্প উঠছে নতুন,
নিকোটিন নয়, আত্মীয়তার ঘ্রাণ।
নিশির ডাকে ছেড়ে চলে যাই বাড়ি
ফাঁকা গুলি ওড়ে মেঘের পাঁজরজুড়ে
চোখ ঘোলা হয় চায়ের চুমুকে আবার
পকেটঘড়িতে সাড়ে সাত বাজে ঠিকই,
ছাতিম গাছের সময় হয়েছে যাবার।
এক ফালি চাঁদে তোমার আমার থাকা,
আধ ফালি চাঁদ তোমার আমার ঘর
দেড় ফালি চাঁদে তোমার বুকে শুয়ে
মরুভূমি খুঁজে পায় এক যাযাবর।
………………………….
জাকিয়া রুবাবা মোউপী
মাহবুবুল হক শাকিল এর কলিজা
শেয়ার করুন: