উইমেন চ্যাপ্টার ডেস্ক (০৮ জুলাই): বহুল আলোচিত মর্মান্তিক বিশ্বজিৎ হত্যা মামলায় ১৪ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
আজ সোমবার গ্রেফতারকৃত আট আসামীর উপস্থিতিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এ তারিখ ধার্য করেন। এই মামলায় মোট ৬০ জনের সাক্ষ্য গ্রহন করা হবে।
গত ১৩ জুন মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। এর আগে গোয়ান্দা পুলিশ ৫ মার্চ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ২১ জন আসামীর মধ্যে আটজনকে গ্রেফতার করতে পুলিশ সমর্থ হলেও ১৩ জন এখনো পলাতক আছেন।
ট্রাইবুনালের বিধান অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও মামলাটির তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা বলে অভিযোগ করেছেন সমালোচক মহল।
দ্রুত বিচার ট্রাইবুনাল আইন অনুযায়ী যদি নির্ধারিত ১৩৫ দিনের মধ্যে ট্রাইবুনাল মামলার নিষ্পত্তি করতে ব্যার্থ হয় তাহলে মামলাটি আবার আগের আদালতে অর্থাৎ মহানগর দায়রা জজ আদালতে ফিরে যাবে।
গত বছরের ৯ ডিসেম্বার বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মমভাবে খুন হন দর্জি বিশ্বজিৎ দাস।
মামলার আসামিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগকর্মী রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, কাইয়ুম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর তমাল, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।
আটক চারজন আসামীর মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।