উইমেন চ্যাপ্টার ডেস্ক (০৮ জুলাই): রাজধানীর আমিন বাজারে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার মামলায় ৬০ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলালউদ্দিন অভিযোগ গঠনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ আগস্ট।
গত ১৩ জানুয়ারি আদালতে ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন।
আসামীদের মধ্যে পাঁচজন কারাগারে ও ৩০ জন জামিনে রয়েছেন। বাকী ২৫ জন পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজ শেষে ঘুরতে গেলে আমিনবাজারের বরদেশী গ্রামে ডাকাত আখ্যায়িত করে শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত, মনিব সেতাব নামের ছয় যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
পরবর্তিতে বিচার বিভাগীয় তদন্তে প্রমাণিত হয় নিহতরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ছাত্র ছিলেন।