উইমেন চ্যাপ্টার ডেস্ক (০৫ জুলাই): এটা এখন সম্পূর্ণই পরিবারের ওপর নির্ভর করছে কতদিন বা কত ঘন্টা বাঁচবেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। লাইফ সাপোর্ট খুলে নিলেই সব শেষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ৯৪ বছর বয়সী কারও ভেন্টিলেটর এভাবে খুলে নেয়ার পরামর্শও যেমন দেয়া যায় না, তেমনি কতদিন এভাবে চলবে, তাও বলা যায় না। গত ৮ জুন থেকে প্রিটোরিয়ার মেডি-ক্লিনিক হার্ট হসপিটালে চিকিৎসাধীন বর্ণবাদের বিরুদ্ধে সারাজীবন লড়াই করা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা।
আদালতের কাগজপত্রে বলা হচ্ছে, ম্যান্ডেলা এখন স্থায়ীভাবেই বোধশক্তিহীন, তাঁর পরিবারকেও লাইফ সাপোর্ট খুলে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এর বিরোধিতা করে বলা হয়েছে, তাঁর অবস্থা গুরুতর, কিন্তু স্থিতিশীল।
চিকিৎসকরা বলছেন, ভেন্টিলেশনে যতই রাখা যাবে, বেঁচে থাকার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসবে।