উইমেন চ্যাপ্টার: সম্প্রতি লন্ডনের ডেইলি মিরর, ডেইলি মেইল এবং আমার দেশ পত্রিকায় সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে ১৭দিন পরে উদ্ধার হওয়া পোশাক শ্রমিক রেশমাকে নিয়ে বেশ রসালো রিপোর্ট ছাপা হয়েছে। রেশমার উদ্ধারকে জনগণকে ধোঁকা দেয়ার জন্য ‘বানোয়াট গল্প’ বলে সরকারের বিরুদ্ধে প্রচারণায় সেইসব রিপোর্টে চেষ্টা করা হয়েছে। ক্রমেই অনুসন্ধানে বেরিয়ে এসেছে মিরর পত্রিকার সাংবাদিক সাইমন রাইটের কু-সাংবাদিকতার নানান দিক, বিশেষ করে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের সময় তার গ্রেপ্তার হওয়ার কাহিনী। রানা প্লাজা ধসের পর একটি মহল সরকারের বিরুদ্ধে বিশেষ করে পোশাক শিল্পকে ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। তারই সর্বশেষ সংযোজন আমারদেশ পত্রিকার অনলাইনে রেশমাকে নিয়ে কল্পকাহিনী। আর সেই কল্পকাহিনীরই ইংরেজি সংস্করণ উঠে এসেছে লন্ডনের মিরর এবং মেইল পত্রিকায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বেরিয়েছে সাইমন রাইট বাংলাদেশে এসে কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা কার্যালয়ে সেখানকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। সাথের এই ছবিতে দেখা যাচ্ছে আমার দেশ অফিসে বসে রাইটকে ব্রিফ করছেন আমার দেশের সহযোগী সম্পাদক ইলিয়াস আলী, রিপোর্টার বদরুদ্দিন শিশির আবদুল্লাহ, মাহমুদা ডলি ও অন্যান্যরা। অনুসন্ধানে জানা গেছে, লন্ডনে রাইটকে সহযোগিতা করেছেন আলীউল্লাহ খান, তারেক জিয়া প্রমুখ। উল্লেখ্য ইলিয়াস আলী, শিশির,আলী উল্লাহ এরা সবাই জামাত-শিবিরের ক্যাডার কাম সাংবাদিক। মাহমুদা ডলির ফেসবুক একাউন্টে ছবিটি পাওয়া গেছে।
কৃতজ্ঞতা: ফজলুল বারী, সিডনি প্রবাসী সাংবাদিক