পাকিস্তানে ‘অনার কিলিং’ এর শিকার এক সেলিব্রিটি

উইমেন চ্যাপ্টার: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি কান্দিল বালুচকে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে,  সোশ্যাল মিডিয়ায় যৌন উত্তেজক ছবি দেয়ায় আলোড়ন সৃষ্টি করার কারণেই তার ভাইয়ের হাতে তিনি খুন হয়েছেন। এটাকে অনার কিলিং বলে ধারণা করছে দেশটির পুলিশ। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Pakistan Honour killingফেসবুকে কান্দিলের সাড়ে সাত লাখ ফলোয়ার রয়েছে। তিনি নিজেকে আধুনিক যুগের নারীবাদী বলে বর্ণনা করতেন।সম্প্রতি দেশটির একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতার সাথে ছবি পোস্ট করে আলোচনায় উঠে আসেন।

পুলিশ আরও বলছে, ২৬ বছর বয়সী এই তারকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরপরই তার ভাই পালিয়ে যায়। সেলিব্রিটি এই তারকার প্রকৃত নাম ফৌজিয়া আজিম। তবে মডেলিংয়ে আসার পর তিনি কান্দিল বালুচ ছদ্মনাম নেন।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.