উইমেন চ্যাপ্টার: দেশান্তরিত লেখক তসলিমা নাসরিনের ভক্ত ও শুভাকাঙ্খীদের দৃষ্টি আকর্ষণ করছি। লেখকের লেখা থেকে উদ্ধৃত করে এবং তাঁর ছবিসম্বলিত একটি টি-শার্ট বানানো হয়েছে।
কোনো উদ্দেশ্য থেকে নয়, শুধুমাত্র লেখকের প্রতি ভালবাসাই এটি বানানোর মূল কারণ। তাছাড়া লেখককে ভুলতে বসা বাঙালীকে বার বার স্মরণ করিয়ে দেওয়া যে, আমরা এই মানুষটিকে দেশ ছাড়তে বাধ্য করেছি তাঁর লেখার কারণে। তাঁকে ফিরিয়ে আনতে কোনো জোরালো প্রচেষ্টা কেউ এখনও নেয়নি। প্রাণের তাগিদেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
বিভিন্ন সাইজের এই টি-শার্টের দাম ৩০০ টাকা। দুটি নিলে ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে উইমেন চ্যাপ্টারে। ফোন নম্বর-০১৭৩২৯৫৭০৪২।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। নগদ টাকা দিয়ে নিয়ে যেতে হবে কষ্ট করে। কেউ অন্য শহরে থাকলে সেইক্ষেত্রে বিশেষ বিবেচনায় টাকা বিকাশ করে দিলে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে তার হাতে। সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের টাকাটাও যোগ হবে দামের সাথে।