উইমেন চ্যাপ্টার: নারী নির্যাতন যত বাড়ছে, ততোই মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে সাহসেরও পরিচয় দিচ্ছে। ধর্ষণের পর নারী হত্যার ঘটনা যেমন সমাজে আছে, তেমনি ধর্ষণের পর ধর্ষকের লিঙ্গ কর্তনের ঘটনাও আমরা পাচ্ছি। একের পর এক ঘটনায় মেয়েরা আগের তুলনায় অনেক বেশি সাহসী হয়ে উঠছে।
আর এক্ষেত্রে অবদান রাখছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, গণমাধ্যমও। কিছুদিন আগেই একজন পুলিশ কর্মকর্তা শুধুমাত্র নিজের দায়িত্ব ও কর্তব্যের খাতিরেই ধর্ষণ থেকে রেহাই পাওয়ার কিছু টিপস দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। এবার তিনি দিচ্ছেন প্রতিদিন একটা করে আত্মরক্ষার কৌশল জানানো পোস্ট। জনস্বার্থে তা ছড়িয়েও দিতে অনুরোধ জানিয়েছেন সবার কাছে।
তাই আসুন, আমরা সবাই একসাথে হয়ে এই কৌশলগুলো আরও ছড়িয়ে দেই, নিজেরা অনুশীলন করি, অন্যদের তা রপ্ত করতে উৎসাহিত করি।