নি:সন্তান দম্পতিদের জন্য বিশেষ সুযোগ

উইমেন চ্যাপ্টার: ভারতের বিখ্যাত আইভিএফ (IVF) বিশেষজ্ঞ ডাঃ মাধব চন্দ্র দাস ফ্রি হেলথ ক্যাম্পেইনে বাংলাদেশে আসছেন। ডা. মাধব কলকাতা গ্লোবাল আইভিএফ ক্লিনিক এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে আমরি হাসপাতালের আইভিএফ স্পেশ্যালিস্ট।

Dr Madhabমেডিকেল ট্যুরিজম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী এপ্রিলের ১৫-১৬ তারিখে ডাঃ মাধব চন্দ্র দাস ঢাকা, সিলেট এবং নাটোরে নিঃসন্তান দম্পতিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা/পরামর্শ দেবেন।

বিবৃতিতে আরও জানানো হয়, ডাঃ মাধব চন্দ্র দাস এর চিকিৎসায় এখন পর্যন্ত ২৭০০ টেস্ট-টিউব বেবি সফলভাবে নিঃসন্তান পিতা-মাতার মুখে হাসি ফুটিয়েছে। তিনি ভারতের রাঁচি ও বোখারো (ঝাড়খান্ড), ভুবনেশ্বর ও সম্বল্পুর (ওড়িশা), ভাগলপুর(বিহার), গুয়াহাটি, শিলচর, ভিজাগ (অন্ধ্রপ্রদেশ) এবং মেঘালয়ের সিলং এ একজন সফল লো-কস্ট আইভিএফ স্পেশ্যালিস্ট হিসেবে পরিচিত।

নিঃসন্তান দম্পতিরা  এই সেবা বা পরামর্শ পেতে হলে এখনই অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের সমস্ত মেডিকেল ডকুমেন্টস (টেস্ট, প্রেসক্রিপশন এবং রিপোর্ট) দিয়ে রেজিস্ট্রেশন করুন www.agmedicaltourism.com  অথবা  www.e-seba.org  অথবা নাম-মোবাইল নম্বরসহ পাঠিয়ে দিন [email protected] এ।

অথবা যে কোন প্রয়োজনে কল করুন ঢাকা- ০১৮৭৫৩১৪৬২০ সিলেটে-০১৭৪৫১৮৫৪৯৩, ০১৭১১৪৭৮১১১, নাটোরে-০১৭১৬২৬২৩৬৭।

 

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.