উইমেন চ্যাপ্টার: এবছর যুক্তরাষ্ট্র সরকারের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের অন্যতম মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। এজন্য উইমেন চ্যাপ্টারের পক্ষ থেকে অভিনন্দন সারা হোসেনকে।
শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৪ জন নারী পাচ্ছেন এই পুরস্কার।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুযায়ী দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই পুরস্কার তুলে দেবেন। ২০০৭ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে পররাষ্ট্র দপ্তর। এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশের প্রায় ১০০ জন নারী বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা ও নেতৃত্বের জন্য পেয়েছেন এই সম্মাননা।