রাজকুমারীদের স্বর্ণের পায়খানা এবং পায়খানাবিহীন পৃথিবীর গল্প

Toilet goldকাজী মকিদ: রাজকুমারীদের অনেক গল্প শুনেছি কিন্ত এ গল্পটি আমার কাছে একটু অন্য রকম। কয়েক মাস আগে খবরের কাগজে দেখলাম এক সৌদি রাজকুমারীর বিয়েতে রাজা তাকে একটি সোনার টয়লেট উপহার দিয়েছেন।

আর আজ দেখছি থাই রাজকুমারিকে নিয়ে। থাই রাজকুমারী মহা চক্রী সিরিনধরন তিন দিনের জন্য কম্বোডিয়া সফর করছেন। এই সফরকে কেন্দ্র করে কম্বোডিয়ায় তাঁর জন্য একটি বিলাসবহুল টয়লেট (প্রসাধনকক্ষ) নির্মাণ করা হয়েছে। এতে খরচ পড়েছে ৪০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৩০ লাখ ৭৭ হাজার টাকা। অর্থাৎ রাজকুমারীর এক রাতের টয়লেটে ৩০ লাখ টাকা ব্যয় । এটি নির্মাণে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা কম্বোডিয়ার গড় বার্ষিক বেতনের ৬৬ গুণ।

কম্বোডিয়ার অধিকাংশ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত আধুনিক পয়ঃব্যবস্থার সুযোগ-সুবিধা নেই। থাই রাজকুমারীর এক রাতের ব্যবহারের জন্য যে অর্থ ব্যয় করে একটি টয়লেট বানানো হলো, তা দিয়ে পুরো কম্বোডিয়ার গ্রামবাসীর পয়ঃনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা যেত। (দ্য গার্ডিয়ান অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়)।

হে মহামান্য রাজকুমারিদ্বয় আপনারা যখন সোনার টয়লেট ব্যবহার করেন বা করবেন তখন পৃথিবীতে, 

Toilet BD-প্রতি ১০ জনের মধ্যে এক জন মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত
-তিন জনের একজন স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে না
-নারী ও শিশুরা পানি সংগ্রহের জন্য প্রতিদিন ১২৫ মিলিওন ঘণ্টা ব্যয় করে
-প্রতি ৯০ সেকেন্ডে একজন শিশু পানিবাহিত রোগে মারা যায়
-প্রতি বছর ১.৬ মিলিওন মানুষ পানিবাহিত রোগে মারা যায়
– ১/৩ স্কুল নিরাপদ পানি ও পর্যাপ্ত স্যানিটেশন থেকে বঞ্চিত
– নিম্ন ও মধ্যম আয়ের দেশের সব স্বাস্থ্যসেবা দান কেন্দ্রের ১/৩ কোন নিরাপদ পানির উৎস নেই
-ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম এর মতে, সমাজের প্রভাবের উপর ভিত্তি করে পানি সঙ্কট বিশ্বের প্রধানতম ঝুঁকি
-পানি ও স্যানিটেশন এ এক ডলার বিনিয়োগ করলে অর্থনৈতিক ভাবে চার ডলার লাভবান হওয়া যায়

উপরের তথ্য গুলো একজন মানুষ হিসেবে, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমাকে ভাবায়, পীড়া দেয়। রাজকুমারিগণ, আপনাদের অনেক ক্ষমতা, অনেক অর্থবিত্ত, অনেক সামর্থ্য। আপনারা চাওয়ার আগেই আপনাদের ইচ্ছে পূরণ হয়ে যায়।

হে সোনার টয়লেট ব্যবহারকারিগণ, আপনারা কি দয়া করে একটু ভাববেন এ অসহায় মানুষদের জন্য, একটু সুখ বিসর্জন দিবেন? আপনাদের একটু ভাবনা, একটু ত্যাগই পারে পৃথিবীর মিলিওন মিলিওন মানুষের নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করতে, একটি রোগ, শোক মুক্ত নিরাপদ পৃথিবী উপহার দিতে ।
ফেব্রুয়ারী ২৩, ২০১৬

References
1. World Health Organization and UNICEF Joint Monitoring Programme (JMP). (2015) Progress on Drinking Water and Sanitation, 2015 Update and MDG Assessment.
2. United States Census Bureau Estimates. (2015). United States and World Population Clock.
3. International Telecommunication Union (ITU). (2015). The World in 2015 ICT Facts and Figures.
4. Lockwood and Smits. (2011). Supporting Rural Water Supply. Moving towards a Service Delivery Approach.
5. World Economic Forum. (2015). Global Risks 2015 Report.

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.