উইমেন চ্যাপ্টার: বায়ান্নার ভাষা আন্দোলনে কতজন নারী সক্রিয় ছিলেন, এর কোনো সঠিক পরিসংখ্যান কী আছে? ফেব্রুয়ারি মাস এলেই ভাষাসৈনিকদের নাম উচ্চারিত হয়, এমনিতেও হয় নানা উপলক্ষে, কিন্তু নারী আন্দোলনকারী কতজনের নাম আমরা জানি? জানা মতে, এই ছবিটা প্রথম শহীদ মিনার। তাই যদি সত্যি হয়, তবে কী দেখছি আমরা ছবিটিতে? বেশ কয়েকজন নারী, শাড়ি কোমরে পেঁচিয়ে, দু’বেণী করা অবস্থায় হাত লাগিয়েছেন শহীদ মিনার বানাতে। আর ঠিক একটু দূরেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন পুরুষরা। ছবিতেও যে কজন নারীকে আমরা দেখতে পাচ্ছি, তাদের নাম-ধাম কারও জানা আছে?
১৯৪৮ থেকে ১৯৫২, ধরা যাক ১৯৫৬ পর্যন্ত ভাষার জন্য লড়েছিল আমাদের যে পূর্বপুরুষেরা সেখানে মা-বোনেদের অবদান কোথাও স্বীকৃত নয় কেন?