
তুষারকণা এখন
শুভ্র কাঁচের কফিনবন্দী তন্দ্রাবিষ্ট তুষারকণ
স্বপ্নপুরুষের প্রাণ প্রতিষ্ঠাকারী চুম্বনের প্রতীক্ষা
তোমার মুদিত চোখের পেছনে,
ঘুমোও তুষারকণা।
সপ্ত বামন করে চলে আস্ফালন
তোমার প্রহরী তারা সদা জাগ্রত
কেউ যদি দেয় কুনজর তবে কসম খোদার—
পার পাবে না সপ্ত সাগর, সপ্ত আসমান
ঘুমোও তুষারকণা।
জেগে ওঠো যদি সাত বামনের বদলে
ওঁত পেতে আছে সাত কোটি পিশাচ
ছিঁড়বে, খুঁড়বে, দোররা মারবে
মর্গ থেকে লাশ কাটা ঘরে এমনকি চলন্ত বাসে
ঘুমোও তুষারকণা।
তোমার কফিন রূপী সুরক্ষা কবচে
আজ মনুষ্যত্বের ইতি।