মারজিয়া প্রভা: “Women Support” অ্যাপ এসেছে এখন গুগল প্লে স্টোরে। ফ্রি অ্যাপ। আমাদের দেশে নারীদের সহায়তা করার জন্য, আইনি সাহায্য দেবার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আজকের দিনে মেয়েদের তো হ্যারাজমেন্ট কম হচ্ছে না। কি রিয়েল লাইফ, কি ভার্চুয়াল লাইফ সবেতেই হ্যারাজমেন্ট। দ্রুত ব্যবস্থা নিতে চাইলেও সম্ভব হয় না। কারণ মেয়েরা অনেক সময় জানেই না, কই যাবে, কি করবে ?
১) ১০৯২১ এর গল্প জানেন? নারী ও শিশু মন্ত্রণালয় এই টেলিসার্ভিস জারি করেছে নারীকে সবধরনের সুবিধা দেবে বলে। বখাটের উৎপাতে এক মেয়ে এইচএসসি এক্সাম দিতে পারছিল না, কল করে এই নাম্বারে, তারা ব্যবস্থা করে দেয়। পরে পুলিশি নিরাপত্তা নিয়ে মেয়ে যায় পরীক্ষা দিতে। কিন্তু এই নম্বরটি মনে থাকে না অনেকেরই। Women Support অ্যাপে এসব মনে করাকরির কোন ব্যাপার নেই। টাচ To Call ! জাস্ট জরুরি মুহূর্তে একটা টাচের মাধ্যমে পাবেন ১০৯২১ এর ফ্রি সাপোর্ট।
২) অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার লোকেশন ডিটেক্ট করে নিকটস্থ পুলিশ বা র্যাব কার্যালয় খুঁজে দিবে। সেই সাথে সেখানে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে, যোগাযোগের বিস্তারিত জানিয়ে দিবে আপনাকে। কাজেই রাস্তা কেমনে চিনবেন, কাকে নিয়ে যাবেন, সে চিন্তা বাদ! “একলা চলো রে”।
৩) এই অ্যাপে নারী নির্যাতন ও প্রতিরোধে সরকারি সংস্থা, NGO এবং মানবাধিকার সংস্থার তথ্য! এসকল সংস্থার সাথে অনলাইনে যোগাযোগ, ফর্ম ডাউনলোড এবং Appointment নেওয়ার অনলাইন সুবিধা রয়েছে।
সবকিছু আপনার মুখের সামনে তুলে ধরা আছে, জাস্ট ফটাফট ইউজ করা।
যাদের স্মার্টফোন আছে খুব দ্রুত ডাউনলোড করে নিন অ্যাপটি এই লিংক থেকেঃ https://play.google.com/store/apps/details…
একটা কথা ঠিক যে, মানসিকতা পরিবর্তন না করলে নারী নির্যাতন আর হ্যারাজমেন্ট বন্ধ করা সম্ভব না। কিন্তু যখন কোন কিছু স্বতঃস্ফূর্তভাবে হয় না, তখন সেটা আইন করে শাস্তি দিয়ে করাতে হয়। রাষ্ট্রযন্ত্র আইন ঠিক করেছে এই কারণে।
তাই আইনের ব্যবস্থা থাকতে আইন নেব না কেন? কোন জায়গা থেকে কিভাবে হেল্প পেত পার, তা নিজেকে খুঁজে নিতে হবে। ইনফো তো পাচ্ছ, অ্যাপ থেকে। বাকি লড়াই তোমার একার!
এই অ্যাপটি নির্মাণ করেছে দেশের তরুণ প্রতিভাবান প্রোগ্রামার জুবায়ের হোসেন। আমি খুব গর্ব করি আমার এই পিচ্চি ভাইটাকে নিয়ে।
অ্যাপ ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Women-Support-477965149042492/timeline/?__mref=message_bubble