উইমেন চ্যাপ্টার ডেস্ক (২১ জুন): শুধুমাত্র পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমেই নয় বরং মাদকাসক্তদের নিরাময়ে প্রধান ভূমিকা পরিবারকেই রাখতে হবে।
শুক্রবার দুপুরে সাভারের গেন্ডা পূর্ব ভবানীপুরে বিওয়াইএফসি-তে বিশ্ব মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন আয়োজিত বিশেষ আলোচনা সভা ও ডিটক্স চিকিৎসাপ্রাপ্ত ব্যক্তিদের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মাদকাসক্তদের সমাজ ও রাষ্ট্রের বোঝা উল্লেখ করে বক্তারা বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি ভালোবাসা দিয়ে মানসিকভাবে উত্তরণে সহায়তার মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে আসক্তকে বের করে আনতে হবে। আর এক্ষেত্রে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এছাড়া মাদক পরিহার করে সুন্দর জীবনের প্রত্যয় নিয়ে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানান বক্তারা।
বিওয়াইএফসি‘র চেয়ারম্যান পিটার দে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নুরুন নবী তালুকদার। আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা।