উইমেন চ্যাপ্টার ডেস্ক (২০ জুন): রাজধানী ঢাকার কালো তালিকাভূক্ত ১০ হাজার ভবনের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১৯ মে একটি জাতীয় দৈনিকে ‘কালো তালিকার ১০ হাজার ভবন রক্ষায় কারসাজি’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হলে প্রতিবেদনটি যুক্ত করে মাহাবুবে খোদা নামক এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় হাইকোর্ট।
আবেদনটির প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আগামী ৮ জুলাইয়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) প্রতিবেদন আকারে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।
সেই সাথে কেন ওইসব ভবনের নির্মাণকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেনা, তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত।
দুই সপ্তাহের মধ্যে দুদক ও রাজউকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
প্রসঙ্গত, রানা প্লাজার ধ্বস ও ঢাকার বিভিন্ন স্থানে ভবনে ফাটল জনমনে উৎকন্ঠা সৃষ্টি করেছে। বিশেষ করে রানা প্লাজা ধ্বসের পর ঢাকাবাসী প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভূগছে।