মালালার ওপর হামলাকারীদের যাবজ্জীবন

MALALAউইমেন চ্যাপ্টার: পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সোয়াতের সন্ত্রাস বিরোধী  আদালত (অ্যান্টি-টেরোরিজম কোর্ট/ATC) আজ এই রায় ঘোষণা করে।

শিশু অধিকার বিশেষ করে মেয়েশিশুদের শিক্ষার পক্ষে প্রচারণা চালানোর কারণে তখনকার কিশোরী মালালা তালেবান গোষ্ঠীর রোষানলের শিকার হয়। ২০১২ সালে সোয়াত উপত্যকায় মালালাসহ আরও দুজন ছাত্রীর ওপর হামলা চালায় তেহেরেক-ই-তালিবানের সদস্যরা। ২০১৪ সালের সেপ্টেম্বরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

ছয় মাস বিচার প্রক্রিয়ার পর অভিযুক্তদের দোষীসাব্যস্ত করে বিশেষ আদালত।

তালেবানের হামলায় মাথায় গুলি লাগে তার। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

জীবনের ঝুঁকি নিয়েও শিশু অধিকার রক্ষায় প্রচারণার কারণে গতবছর মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। এছাড়াও বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পান মালালা।

 

শেয়ার করুন: