উইমেন চ্যাপ্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর এর মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফী রতন) এর নারী উন্নয়নে অঙ্গীকার। জীবনভর বাম রাজনীতিতে সক্রিয় কাফী রতন দাঁড়িয়েছেন হাতি মার্কা নিয়ে।
১. নারীর জন্য নিরাপদ শহর গড়ে তোলা। যে শহর নারীর জন্য নিরাপদ সে শহর সকলের জন্য নিরাপদ।
২. নারীর প্রজনন স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে ১৮ বছরের ঊর্ধ্বে দুই সন্তান পর্যন্ত সকল নারীর গর্ভকালীন পুষ্টিভাতার নিশ্চয়তা তৈরী করবে কর্পোরেশন। নিরাপদ প্রসবের জন্য ১০০% প্রসব হাসপাতাল অথবা ডেলিভারি সেন্টারে নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে নবজাতকদের একমাস পর্যন্ত চিকিৎসার ভার কর্পোরেশন বহন করবে।
৩. কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত আবাসন তৈরী করা হবে। নারীদের জন্য পৃথক গণপরিবহন চালু করা হবে।
৪. কর্মজীবী বাবা-মায়েদের সুবিধার্থে সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার স্থাপন।