আফগান নারীদের সেকাল

Afghan Womanউইমেন চ্যাপ্টার: আজকের আফগানিস্তানকে দেখে কেউ কী ভাবতে পারবেন, কেমন ছিল দেশটি কয়েক দশক আগে! ছবিটি দেখুন। এটি পঞ্চাশের দশকের ছবি। আফগানিস্তানের একটি লাইব্রেরিতে দুজন নারী বই উল্টে-পাল্টে দেখছেন। পঞ্চাশ এবং ষাটের দশকে আফগান সরকার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল। মেয়েরা তখন কাজ করতেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হতেন, ইচ্ছেমতো পোশাক পরতেন এবং পুরুষরা যা করতে পারতো, আধুনিক জীবনের সব সুযোগ তাদের জন্যও ছিল। কিন্তু তালেবানরা দেশটির দখল নেয়ার পরই পাল্টে যায় সামাজিক-রাজনৈতিক চিত্র। প্রথম পদক্ষেপ হিসেবেই মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয় তাদের লেখাপড়া। পোশাক হিসেবে বোরকা এবং হিজাব চাপানো হয় তাদের শরীরে। বন্ধ করে দেয়া মেয়েদের সব ধরনের সামাজিক মেলামেশা। তাদের লেখালেখির ওপরও খড়্গ চালানো হয়। খুন হতে হয় সাহিত্য চর্চার জন্য। কিছুদিন আগেই একটি মেয়েকে সবার সামনে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয়। হায় আফগানিস্তান, হায় নারী জীবন।

 

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.