রৌহানির বিপুল বিজয়ে ইরানে উল্লাস

উইমেন চ্যাপ্টার ডেস্ক (১৬ জুন): ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী রক্ষণশীল প্রার্থী হাসান রৌহানির বিপুল বিজয় উদযাপন করছে সেদেশের মানুষ। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ প্রকাশ করছেন।

এদিকে, মি. রৌহানি নিজের বিজয়কে চরমপন্থার বিপরীতে ‘প্রজ্ঞার জয়’ হিসেবে বর্ণনা করেছেন। শনিবারের এই ভোটাভুটিতে তিনি পেয়েছেন এক কোটি ৮৫ লাখেরও বেশি ভোট, যা মোট প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি। ৭২ শতাংশ ভোটার এই নির্বাচনে এতে অংশ নেন।

মি রৌহানির বিজয়ের পর তেহরানে বিজয়োৎসব চলছে এবং তার সমর্থকরা বলছেন, তারা পরিবর্তনের জন্য রায় দিয়েছেন। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তেহরানের মেয়র মোহাম্মদ বাকার কালিবাফ। তবে দেশটির চূড়ান্ত কর্তৃপক্ষ বলতে এখন পর্যন্ত রক্ষণশীল সুপ্রিম নেতা আলি খামেইনিই থাকছেন।

ওদিকে হাসান রৌহানির বিজয়ের পর যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে সরাসরি কথা বলতে আগ্রহী। তবে আমেরিকার এই বিবৃতিতে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন: