উইমেন চ্যাপ্টার: ভারতে র্যাপ সঙ্গীতের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সেদেশের দু’জন সঙ্গীত শিল্পী পাঙ্খুরি আওয়াস্তি ও উপেকশা জৈন। ইউটিউবে ইতিমধ্যেই গত দু’দিনে এক লাখ ৪০ হাজার বার দেখা হয়েছে ভিডিও চিত্রটি।
বিবিসির এক খবরে বলা হয়েছে, ভারতে নারীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কিছু একটা অবশ্যই করা দরকার, এই চিন্তা থেকেই এমন প্রতিবাদ করেছেন দুই শিল্পী। নারীর সঙ্গে ঘটে যাওয়া সহিংস যৌন অপরাধ বন্ধ করতেই বান্ধবী পাঙ্খুরি আওয়াস্তিকে নিয়ে একটি র্যাপ গানের ভিডিও চিত্র নির্মাণ করেন এই শিল্পী।
ভারতীয় মঞ্চের শিল্পী উপেকশা এবং টেলিভিশন উপস্থাপক পাঙ্খুরি জানান, সম্প্রতি ভারতে ঘটে যাওয়া ধর্ষণের নানা ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিভাবে এর প্রতিবাদ করা উচিত, এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান থেকে কিছু করার চিন্তাভাবনা শুরু করেন তারা।
শিল্পীরা বলছিলেন, ধর্ষণের সমস্যা কতটা প্রকট সেটি বোঝাতে গানটিতে বেশকিছু সাহসী শব্দ ব্যবহার করা হয়েছে যা মানুষকে নাড়া দেবে।