চার সিটি কর্পোরেশন নির্বাচন: সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহণ

4 city corporationউইমেন চ্যাপ্টার ডেস্ক (১৫ জুন): চার সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল আটটায়। খুলনা, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশানের মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে ভোট লড়াইয়ে এবার মেয়র প্রার্থী আছেন ১২ জন। এবং চার সিটি করপোরেশান মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ লাখ।

সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রাজশাহীতে মোট ২২১ জন, খুলনায় ১৮২ জন, বরিশালে ২১১ জন এবং সিলেটে ১৭৪ জন নির্বাচন করছেন।

এদিকে সকাল থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভোট দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা চার নগরে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।

শেষ খবর পাওয়ার পর্যন্ত বিচ্ছিন্ন দু-একটি ছাড়া কোন প্রকারের অপ্রীতিকরা ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ভোটাররা। অনেকে বলছেন, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিস্থিতিতে ভোট দিচ্ছেন। কোথাও কোন সমস্যা নেই।

নির্বাচনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে সিসিক মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনের যেকোন ফলাফল মেনে নিবেন বলেও জানান।

নির্বাচনে ভবিষ্যতে প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করার লক্ষ্যে ইবিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে চার সিটি কর্পোরেশনের ১২ টি কেন্দ্রে।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.