উইমেন চ্যাপ্টার ডেস্ক (১৫ জুন): বরিশালে বৃষ্টি উপেক্ষা করে আজ সকাল থেকে ভোট দিতে এসেছে ভোটাররা। সকাল আটটা থেকে তীব্র বৃষ্টির মধ্যেও শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে।
সকাল সাতটা থেকেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। নির্বাচনকে কেন্দ্র করে নগরে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে তাই ভোটাররা বিপুল উদ্দিপনায় ভোট দিতে আসছে বলে মনে করছেন অনেকে।
সকাল সাড়ে আটটায় নগরের নুড়িয়া স্কুল কেন্দ্রে ভোট দেন মেয়র পদপ্রার্থী শওকত হোসেন। অপর মেয়র পদপ্রার্থী আহসান হাবিব সকাল নয়টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন।
নগরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ১০০ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন চলছে। এবারে বরিশাল সিটি করপোরেশান নির্বাচনে ভোটার সংখ্যা মোট দুই লাখ ১১ হাজার ২৫৭ জন।