অভিনন্দন সালমা

Salmaউইমেন চ্যাপ্টার: অভিনন্দন সালমা খাতুনকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে প্রথম হয়ে দেশের জন্য বিশাল সুনাম বয়ে আনলেন  বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। ক্যারিয়ারে এটাই তার প্রথম এতোবড় অর্জন। বৃহস্পতিবার আইসিসি এই ঘোষণা দেয়। সাকিব আল হাসানের পর এখন সালমা খাতুন আমাদের দেশের ক্রিকেটের জন্য এই গৌরব বয়ে আনলেন।

বর্তমানে সালমা আইসিসি প্লেয়ার র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান টি-টোয়েন্টি বোলারও। একটি পত্রিকাকে দেয়া এক প্রতিক্রিয়ায় সালমা বলেছেন, বোর্ড যখন তাকে অভিনন্দন জানায়, তিনি কিছুটা বিস্মিতও হয়েছিলেন। তার মনে হয়েছিল, গত বছর মাত্র নয়টি ম্যাচে তারা অংশ নিয়েছেন। তবে এরকম একটা অর্জনের খবর শুনে ভালই লেগেছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে এটা খুবই বড় একটা অর্জন, তবে আরও অনেক ম্যাচ খেলা সম্ভব হলে এই অর্জনটাই আরও ভাল হতে পারতো। কেবলমাত্র বিশ্বকাপ এবং এশিয়ান গেমসের সময় নারী ক্রিকেটাররা খেলার সুযোগ পেয়েছেন।

সালমা বলছিলেন, ‘আজ আমার ঝুলিতে জমা হয়েছে এই অর্জন, কাল দেশের আরও অনেক সংখ্যক ক্রিকেটারের নাম শোভা পাবে এই অর্জনের তালিকায়, এবং তারাও আমার মতোই আরও বেশি বেশি খেলতে চাইবে, আর সেজন্যই আমাদের অনেক বেশি খেলার সুযোগ করে দেয়া উচিত’।

 

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.