(প্রতিনিয়ত বইয়ের তালিকা বাড়বে। যাদের কাছে যেসব বই সংগ্রহে আছে বা যাদের স্মরণে কোনো বই আছে যা নারীবাদকে প্রতিনিধিত্ব করে বা বুঝতে সহায়ক, তাদের প্রতি অনুরোধ রইলো নামগুলো দিয়ে বাধিত করার। আশা করি এই উদ্যোগ ভবিষ্যতে অনেকের কাজে লাগবে)
রাহাত মুস্তাফিজ:
আমার ধারণা ছিল বাংলা ভাষায় নারী, নারীবাদ, পুরুষতন্ত্র, যৌনতা বিষয়ে খুবই কম লেখালেখি হয়েছে। কিন্তু এ বিষয়ক বইয়ের তালিকা করতে গিয়ে ভুল ভাঙলো। ইতিমধ্যে ১০১ টি বইয়ের খোঁজ পেলাম। ৮৫% বই আমার সংগ্রহের, এর মধ্যে বেশকিছু বই আমি পড়েছি। গুরুত্ব বিচারে এসব বই কতটা সহায়ক হবে তা বলা যাচ্ছে না। তবে প্রাথমিক মজবুত ধারণা গড়ে তুলতে বইগুলো পাঠ করা যেতে পারে। তালিকা করতে করতে একটি বিষয় অনুধাবন করলাম, তা হলো- নারীবাদের উপর লিখিত অবশ্যপাঠ্য আন্তর্জাতিক কোর বইগুলোর বাংলা অনুবাদ হয়নি বলতে গেলে। নারীবাদী গ্রুপের বন্ধুরা অনুবাদের এই ঘাটতি পূরণে এগিয়ে আসবেন বলে আমি আশাবাদী।
কয়েকজন নারীবাদী বন্ধুর কাছে তার সংগ্রহে আছে বা তাঁর পঠিত নারীবাদের উপর বাংলা ভাষায় লেখা বইয়ের তালিকা চেয়েছিলাম। কেউ কেউ তালিকা দিয়ে সহযোগিতা করেছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিচের তালিকাটি সমৃদ্ধ করতে আপনিও এগিয়ে আসতে পারেন। কমেন্টের ঘরে বইয়ের নাম ও লেখকের নাম লিখুন। আমি যুক্ত করে নেবো। তালিকাটি রেন্ডমলি করা হয়েছে। সুতরাং তালিকাতে ১,২,৩ ক্রম দেখে গুরুত্ব বিবেচনা করা ভুল হবে। আশা করি তালিকাটি বন্ধুদের কাজে লাগবে।
#FeminismIsForAll
- সুলতানার স্বপ্ন – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- নারী – হুমায়ুন আজাদ
- দ্বিতীয় লিঙ্গ – হুমায়ুন আজাদ
- আমি নারী, আমি মুক্তিযোদ্ধা – সেলিনা হোসেন সম্পাদিত
- বাংলাদেশের মেয়েশিশু – সেলিনা হোসেন
- নারী ক্ষমতায়ন: রাজনীতি ও আন্দোলন – সেলিনা হোসেন
- দক্ষিণ এশিয়ার নারীবাদী গল্প – সেলিনা হোসেন ও দেবযানী সেনগুপ্ত
- রোকেয়া সমগ্র
- নারীবাদ ও বেগম রোকেয়া, মোতাহার হোসেন সূফী
- বাংলার স্মরণীয় নারী, পূরবী বসু সম্পাদিত
- নারী ভাবনা- পূরবী বসু
- নারীবাদী গল্প- পূরবী বসু
- নারী দীপাবলী – পূরবী বসু
- নারী তুমি নিত্য (বিশ্বের শ্রেষ্ঠ নারীবাদী গল্প সংকলন) – পূরবী বসু
- এই জনপদে কতিপয় কালোত্তীর্ণা নারী – পূরবী বসু
- নির্বাচিত কলাম – তসলিমা নাসরিন
- নারীর কোন দেশ নেই – তসলিমা নাসরিন
- রাসসুন্দরী থেকে রোকেয়া: নারীপ্রগতির একশ বছর- গোলাম মুরশিদ
- পুরুষের পৃথিবীতে এক মেয়ে- আকিমুন রহমান
- নিরন্তর পুরুষ ভাবনা – আকিমুন রহমান
- বিবি থেকে বেগম – আকিমুন রহমান
- নৈতিকতা ও নারীবাদ দার্শনিক প্রেক্ষিতে নানা মাত্রা – শেফালী মৈত্র
- উনিশ শতক বাঙালি মেয়ের যৌনতা – অর্ণব সাহা
- শিক্ষিতা পতিতার আত্মচরিত – মানদা দেবী
- নারী পুরুষ ও সমাজ – আনু মুহাম্মদ
- স্ত্রীলিঙ্গ নির্মাণ – মল্লিকা সেনগুপ্ত
- প্রাচীন ভারতে নারী ও সমাজ – সুকুমারী ভট্টাচার্য
- ধর্ম ও নারী প্রাচীন ভারত – কঙ্কর সিংহ
- নারী অধিকার ও আইন – সা’দ উল্লাহ
- ভারতীয় শাস্ত্রে নারীকথা – সিরাজ সালেকীন
- মুসলিম নারী জাগরণ ও বিশ্বায়ন – হোসেনুর রহমান
- বাঙালি মুসলমান নারী – আহমদ ছফা রাষ্ট্রসভা
- নারী: অতীত-বর্তমান-ভবিষ্যৎ – আগস্ট বেবেল
- নরনারী আদ্যোপান্ত – হাসান তারিক
- পুরুষতন্ত্র ও নারী – ফরিদা আক্তার/ফরহাদ মজহার
- যুক্তিবাদের চোখে নারী-মুক্তি – প্রবীর ঘোষ
- নারী: অস্তিত্ব ও সংস্কার – ভবানীপ্রসাদ সাহু
- ভারতের বিবাহের ইতিহাস – অতুল সুর
- বিবাহ প্রসঙ্গে – সুকুমারী ভট্টাচার্য
- ইকোফেমিনিজম – সম্পাদনা সমীর রায়চৌধুরী
- নিজস্ব এক ঘর – ভার্জিনিয়া উলফ, অনুবাদ: অনুসূয়া গুহ
- স্মৃতি ও কথা – ১৯৭১ – অঞ্জলি লাহিড়ী
- নারীর ক্ষমতায়ন – রেহানা বেগম রানু
- নারীবাদী চিন্তা ও নারী জীবন – মাহমুদা ইসলাম
- বাংলার নারী আন্দোলন – মালেকা বেগম
- যৌনসম্পর্ক এবং শ্রেণিসংগ্রাম: আলেকজান্দ্রা কোলনতাই, সম্পাদনা: শাহেরীন আরাফাত
- বাংলাদেশের আইনে নারী নির্যাতন – আইন ও সালিশ কেন্দ্র
- ভাষা আন্দোলন ও নারী – ফরিদা ইয়াসমিন
- রহস্যের বেড়াজালে মহিলাদের জন্য আইন – গণ উন্নয়ন গ্রন্থাগার
- সিপি গ্যাং এর “বেশ্যা” ব্যানার – রেহনুমা আহমেদ
- আইনে নারী নির্যাতন প্রসঙ্গ – আইন ও সালিশ কেন্দ্র
- বাংলাদেশে যৌনতা বিক্রি: জীবনের দামে কেনা জীবিকা – কুররাতুল-আইন-তাহমিনা ও শিশির মোড়ল
- বাংলাদেশের নারী আন্দোলন: প্রাসঙ্গিক ভাবনা – আয়েশা খানম
- অভিন্ন পারিবারিক আইন – নিউজ নেটওয়ার্ক
- নারী ধর্ম ইত্যাদি – গোলাম মুরশিদ
- যৌতুক – মালেকা বেগম
- নারী এবং ক্রমপরিবর্তিত সভ্যতা: উইনিফ্রেড হল্টবি, ভাষান্তর: মোবাশ্বেরা খানম
- পারিবারিক জীবনে নারীর অধিকার – পারভীন জলি
- ভারতীয় নারীদের আদর্শ – মানবেন্দ্রনাথ রায়
- ‘অসুখী বিয়ে’ বাম ধারা ও নারীবাদ – রেহনুমা আহমেদ
- পুতুল খেলার রাজনীতি বারবি কাহিনী – নাসরিন খন্দকার
- জেন্ডার বিশ্বকোষ, সেলিনা হোসেন/মাসুদুজ্জামান সম্পাদিত
- জেন্ডার কোষ, নিশাত জাহান রানা
- জেনানা ফাটক, রানী চন্দ
- ভাগফল ৭১ মেয়েদের কথা, সংকলন ও সম্পাদনা: ঝর্ণা বসু
- সাজমহল, জয়িতা দাস
- সামাজিক প্রথা ও বঙ্গনারী উনিশ শতক – নিখিল সুর
- মাতঙ্গিনী হাজরা এবং আরো বীর নারী, দেবল দেববর্মা
- প্রসঙ্গ: মানবীবিদ্যা – সম্পাদনা: রাজশ্রী বসু ও বাসবী চক্রবর্তী
- লিঙ্গ বৈচিত্রের বয়ান, জোবাইদা নাসরীন
- নিষিদ্ধ কথা আর নিষিদ্ধ দেশ – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
- বাংলাদেশের নারী মুক্তি প্রসঙ্গে – তাহা ইয়াসিন
- নারীর বিরুদ্ধে সহিংসতা: নারীবাদী দর্শনের সাম্প্রতিক সংকট ও উত্তরণ ভাবনা – সাদাফ নূর-এ ইসলাম ও মির্জা তাসলিমা সুলতানা
- উনিশ শতক: বাঙালি মেয়ের যৌনতা – অর্ণব সাহা
- মেয়েদের হার মেয়েদের জিত – সিমোন দ্য বোভোয়া, ভাষান্তরঃ সন্দীপ ভট্টাচার্য
- অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র – মুনমুন শারমিন শামস
- কয়েকজন বোকা মানুষ ও কাঠগোলাপের পৃথিবী – মুনমুন শারমিন শামস
- ভালোবাসা আর ভালো না বাসার গল্প- মুনমুন শারমিন শামস
- His-story : ইজ্জত ও লজ্জা – সায়েমা খাতুন
- দাস জীবনের মালিক, নারী? – সাদিয়া নাসরিন
- নারীবাদ: নির্মাণে নির্বাণে- সাদিয়া নাসরিন
- নিষিদ্ধ দিনলিপি – জেসমিন চৌধুরী
- একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা – জেসমিন চৌধুরী
- নীরবতা আমার নতুন লজ্জা – জেসমিন চৌধুরী
- উড়াল – জেসমিন চৌধুরী
- জেনি মার্কসের আত্মজীবনী – তন্দ্রা চক্রবর্তী
- ইকোফেমিনিজম নারীবাদ ও তৃতীয় দুনিয়ার প্রান্তিক নারী: বিপ্লব মাঝি
- নারীর মানুষ হওয়ার সংগ্রাম: জাতিসংঘের উদ্যোগ ও বাংলাদেশের চালচিত্র – হান্নানা বেগম
- পিআইবি শিশু ও নারী বিষয়ক ফিচার সংকলন
- সচেতনতা এখনো – সম্পাদনা শর্মিষ্ঠা দত্তগুপ্ত ও যশোধরা বাগচী
- প্রাচীন ভারতে নারী – ক্ষিতিমোহন সেন
- বাংলার নারী আন্দোলন সংগ্রামী ভূমিকার দেড়শ বছর – ছবি বসু (রায়)
- ভাষা নারী ও পুরুষপুরাণ – হাসান ইকবাল
- চন্দ্রাবতী – সুস্মিতা চক্রবর্তী সম্পাদিত
- কর্তার সংসার – মানস চৌধুরী ও সায়দিয়া গুলরুখ সম্পাদিত
- অশুচি সম্পাদিত “ধর্ষণবিরোধী ছাত্রী আন্দোলন”
- দ্বিতীয় লিঙ্গের পরে- সীমন দ্য ব্যোভওয়া’র সংগে কথোপকথন / অ্যালিস শোয়ার্জার
- পুরুষতন্ত্র ও যৌন রাজনীতি – মাসুদুজ্জামান
- শাস্ত্র সমাজ ও নারী মুক্তি – আহমদ শরীফ
- নারীকোষ – মাহমুদ শামসুল হক
- নারী নক্ষত্র – মাহমুদ শামসুল হক
- নারী, মানবাধিকার ও রাজনীতি – সুলতানা কামাল
- নারীর চোখে বিশ্ব- মালেকা বেগম
- নারীবাদী চিন্তা ও নারী জীবন- মাহমুদা ইসলাম
- হাত বাড়িয়ে দাও – ওরিয়ানা ফাল্লাচি – অনুবাদ আনু মুহাম্মদ
- পিতার হুকুম – সিরাজুল ইসলাম চৌধুরী
- মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী – কাবেরী গায়েন
- নারীবাদ বিষয়ে কিছু প্রশ্ন এবং দক্ষিণ এশিয়ায় এর প্রাসঙ্গিকতা -কমলা ভাসিন ও নিঘাত সাইদ খান, অনুবাদ: ফওজিয়া খোন্দকার ইভা
- পুরুষ এবং পৌরুষ – কমলা ভাসিন
- যদি শুধুমাত্র কেউ একজন নীরবতা ভাঙতো – কমলা ভাসিন
- কিছু ভাবনা, কিছু প্রশ্ন, ফওজিয়া খোন্দকার ইভা
- নারী ও রাজনৈতিক প্রতিনিধিত্ব, মেঘনা গুহ ঠাকুরতা ও সুরাইয়া বেগম
- পশ্চিম বাংলার গ্রামীণ নারী, সুরাইয়া বেগম
- মুখরা – উদিসা ইসলাম
- ইরানি চলচ্চিত্র: ১০ নারী নির্মাতা – উদিসা ইসলাম
- জেন্ডার প্রসঙ্গ – শাহীনূর রহমান
- যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
- নারী মুক্তি আন্দোলন, লিয়াকত আলি সম্পাদিত, ১৯৮৬
- রক্তের অক্ষর – রিজিয়া রহমান
- আমলকীর মৌ- দিলারা হাশেম
- নারী নির্যাতন, নারী আন্দোলন
বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য
যুদ্ধ ও নারী, এম এ রহমান - বাঙালি মুসলিম নারীর আধুনিকায়ন, সোনিয়া নিশাত আমিন
- সেকেলের কথা: শতক সূচনায় মেয়েদের স্মৃতিকথা
- বাংলা লোকসংস্কৃতি চর্চায় মহিলা ভাবনা – পবিত্র চক্রবর্তী
- নারী অতীত বর্তমান ভবিষ্যৎ – আগস্ট বেবেল
- উইমেন অ্যান্ড ইসলাম – ফাতিমা মারনিসি
- নারী প্রশ্ন প্রসঙ্গে, বদরুদ্দীন উমর সম্পাদিত
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে যৌতুক প্রসঙ্গ, মালেকা বেগম সংকলিত
- ঢাকা নগরজীবনে নারী, সোনিয়া আমিন সম্পাদিত
- বারবণিতাদের গল্প, মনি হায়দার সম্পাদিত
- মহাভারতের নারী, ধীরেশচন্দ্র ভট্টাচার্য
- কন্যা জায়া জননী, অরুণকুমার মিত্র
- গেরিলা নারী, নারী মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা
- মাই স্টোরি, কমলা দাস, অনুবাদ: বিতস্তা ঘোষাল
- আগুনমুখার মেয়ে – নূরজাহান বোস
- নারীবাদ ও দার্শনিক প্রেক্ষাপট, রাশিদা আখতার খানম
- ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাঙালি মুসলিম নারী: রোকেয়ার নারীবাদ ও তার ধারাবাহিকতা, শাহানারা হোসেন
- প্রতিবেশ-নারীবাদ: তত্ত্ব ও অভিজ্ঞতা, আনোয়ারুল্লাহ্ ভূঁইয়া
- নারীবাদ – রাজশ্রী বসু
- নারীবাদ ও দার্শনিক প্রেক্ষাপট, রাশিদা আখতার খানম
- পুরুষতন্ত্র নারী ও শিক্ষা, সালমা আখতার
- শাস্ত্র পুরুষতন্ত্র নারী, শেখ আতাউর রহমান
- কর্তার সংসার : নারীবাদী রচনা সংকলন, মানস চৌধুরী
- নারীবাদী চিন্তা ও নারী জীবন, মাহমুদা ইসলাম
- বৈষ্ণবপদাবলী নারীবাদী বিক্ষণ, পূজা মিত্র
- ইরানি লেখিকাদের নারীবাদী গল্প, ফজল হাসান
- নারীবাদী উপকথা, সুনীতি নামযোশী
- উপালির উপাখ্যান, সালেহা চৌধুরী
- নারী ও গণিত – সফিক ইসলাম
- আধুনিকতার অভিঘাতে বঙ্গরমণী, গোলাম মুরশিদ
- অভ্যাসের অন্ধকার ; প্রেম বিয়ে পরিবার ও সম্পর্ক জিজ্ঞাসা – সেলিম রেজা নিউটন সম্পাদিত
- আমলকীর মৌ, দিলারা হাশেম
- যুদ্ধ ও নারী, এম এ রহমান
- বাঙালি মুসলিম নারীর আধুনিকায়ন – সোনিয়া নিশাত আমিন
- বাংলা লোকসংস্কৃতি চর্চায় মহিলা ভাবনা – পবিত্র চক্রবর্তী
- উইমেন অ্যান্ড ইসলাম – ফাতিমা মারনিসি
- নারী প্রশ্ন প্রসঙ্গে – বদরুদ্দীন উমর সম্পাদিত
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে যৌতুক প্রসঙ্গ – মালেকা বেগম সংকলিত
- ঢাকা নগরজীবনে নারী – সোনিয়া আমিন সম্পাদিত
- বারবণিতাদের গল্প – মনি হায়দার সম্পাদিত
- মহাভারতের নারী – ধীরেশচন্দ্র ভট্টাচার্য
- কন্যা জায়া জননী – অরুণকুমার মিত্র
- ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাঙালি মুসলিম নারী: রোকেয়ার নারীবাদ ও তার ধারাবাহিকতা, শাহানারা হোসেন
- প্রতিবেশ-নারীবাদ: তত্ত্ব ও অভিজ্ঞতা – আনোয়ারুল্লাহ্ ভূঁইয়া
- নারীবাদ – রাজশ্রী বসু
- পুরুষতন্ত্র নারী ও শিক্ষা – সালমা আখতার
- ইরানি লেখিকাদের নারীবাদী গল্প – ফজল হাসান
- নারী ও মৌলবাদ – শাকিনা হাসীন
- নারীর নিজস্ব স্বর – অনুবাদ: মোরশেদ শফিউল হাসান
- নারী পুরুষ বৈষম্য- জীবতাত্ত্বিক প্রেক্ষাপট: মনিরুল ইসলাম।
- নারীর প্রেম, তার বিচিত্র অনুভব – নাসরীন জাহান
- উড়ুক্কু, নাসরীন জাহান
- মিডিয়া ও নারী, ফাহমিদুল হক, স্টেপস টুয়ার্ড ডেভেলপমেন্ট, ২০০৫
- সে – যুগে মায়েরা বড়ো – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
- নারী – আন্দোলন ও কমিউনিস্ট পার্টির ভূমিকা – হেনা দাস
- নারী পুরুষ বৈষম্য- জীবতাত্ত্বিক প্রেক্ষাপট/ মনিরুল ইসলাম
- নারীপৃথিবী: বহুস্বর; সম্পাদনা: বাসবী চক্রবর্তী; ঊর্ব্বী প্রকাশন: নভেম্বর ২০১৪;
- পাহাড়ের রুদ্ধকন্ঠ: পাহাড়ি নারীদের নিপীড়ন আর প্রতিরোধ, প্রকাশক – হিল উইমেন্স ফেডারেশন।